• ঢাকা সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১
logo

আরও এক মামলায় গ্রেপ্তার আনিসুল হক

আরটিভি নিউজ

  ০৩ অক্টোবর ২০২৪, ১১:০০
ছবি: সংগৃহীত

রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা আল-আমিন হোসেন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আরও একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার সাব ইন্সপেক্টর মো. আহসান হাবীব গ্রেপ্তার দেখানোর আবেদন করলে মো. সাইফুল ইসলামের আদালত সেই আবেদন মঞ্জুর করেন।

মামলার অভিযোগ বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনের ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেলে গত ৫ আগস্ট রাজধানীর বাড্ডা এলাকায় আনন্দ মিছিল বের করে ছাত্র-জনতা। এ সময় বাড্ডা থানার পাশে ফুলকলি মিষ্টির দোকানের সামনে আওয়ামী লীগের সমর্থকরা এলোপাতাড়ি হামলা ও গুলি চালালে গুলিবিদ্ধ হয়ে তাৎক্ষণিক মৃত্যুবরণ করেন আল আমিন হোসেন।

এ মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে হুকুমের ৪ নম্বর আসামি করা হয়।

আরটিভি/আইএম-টি

মন্তব্য করুন

Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতিমা ভাঙচুরের ঘটনায় যুবলীগকর্মী গ্রেপ্তার
আশুলিয়ায় হত্যা মামলার আসামি গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার সাবেক এমপি শিউলি গ্রেপ্তার
গানের তালে তালে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২