• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

আবু সাঈদ হত্যা

১৪ আসামির বিদেশ গমনে নিষেধাজ্ঞা

আরটিভি নিউজ

  ০৩ অক্টোবর ২০২৪, ১৬:৩১
ফাইল ছবি

ছাত্র আন্দোলনে আবু সাঈদ হত্যা মামলায় পুলিশের রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আব্দুল বাতেনসহ ১৪ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

মামলার তদন্তকারী কর্মকর্তা রংপুর পিবিআই পুলিশ সুপার এ বি এম জাকির হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (২ অক্টোবর) মামলার প্যানেল আইনজীবী মো. রোকনুজ্জামান রোকন এ আদেশ দেন।

নিষেধাজ্ঞা পাওয়া আসামিরা হলেন, রংপুর রেঞ্জের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) সাবেক কমিশনার মো. মনিরুজ্জামান, উপপুলিশ কমিশনার আবু মারুফ হোসেন, সহকারী কমিশনার আরিফুজ্জামান, সহকারী পুলিশ কমিশনার ইমরান হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষক মশিউর রহমান ও আসাদুজ্জামান মণ্ডল, এসআই বিভূতি ভূষণ, তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম, বেরোবি ছাত্রলীগ সভাপতি পামেল বড়ুয়া, সাধারণ সম্পাদক শামীম মাহফুজ, সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় কুমার টগর, বাবুল হোসেন ও বেরোবি কর্মকর্তা রাফিউর হাসান।

মামলার প্যানেল আইনজীবী মো. রোকনুজ্জামান রোকন বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত আবু সাঈদের মাথায় আঘাতের চিহ্ন সুস্পষ্ট। শরীরের বিভিন্ন জায়গায় গুলির ক্ষত। এটি হত্যাকাণ্ড। এর সঙ্গে জড়িতদের কেউ ছাড়া পাবে না।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও পিবিআই রংপুর পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন বলেন, আসামিদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা তদন্তেরই একটি অংশ। আসামিদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চলছে। সরকারি কর্মকর্তা গ্রেপ্তারে অনুমতির প্রয়োজন। সেজন্য আদালতকে এসব বিষয়ে জানিয়েছি।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। এ ঘটনায় গত ১৮ আগস্ট নিহতের বড় ভাই রমজান আলী মহানগর তাজহাট আমলি আদালতে ১৭ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

আরটিভি/আরএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুমের সঙ্গে জড়িত কর্মকর্তাদের পাসপোর্ট স্থগিত, দেশ ত্যাগে নিষেধাজ্ঞা
বড়দিন-থার্টি ফার্স্টে আতশবাজি-ফানুস ওড়ানোয় নিষেধাজ্ঞা
শহীদ আবু সাঈদের বাবাকে হেলিকপ্টারে আনা হলো ঢাকা সিএমএইচে
শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার আদেশ প্রকাশ