• ঢাকা শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১
logo

১১ বিদ্যুৎকেন্দ্রের তথ্য চেয়েছে রিভিউ কমিটি

আরটিভি নিউজ

  ০৩ অক্টোবর ২০২৪, ২০:২৫
১১ বিদ্যুৎকেন্দ্রের তথ্য চেয়েছে রিভিউ কমিটি
ফাইল ছবি

১১টি বিদ্যুৎকেন্দ্রের তথ্য-উপাত্ত চেয়েছে জাতীয় রিভিউ কমিটি।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ (সংশোধিত ২০২১)–এর অধীন সম্পাদিত চুক্তিসমূহ পর্যালোচনা করা হবে। এ জন্য সরকার গঠিত জাতীয় রিভিউ কমিটির গত ২৮ সেপ্টেম্বর বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত দ্বিতীয় সভায় ১১টি বিদ্যুৎকেন্দ্র সংশ্লিষ্ট ডকুমেন্ট ও তথ্য-উপাত্ত সংগ্রহের সিদ্ধান্ত নেয়।

বিদ্যুৎকেন্দ্রগুলো হলো মেঘনাঘাট ৫৮৩ মেগাওয়াট ডুয়েল ফুয়েল, বাঘাবাড়ি ২০০ মেগাওয়াট এইচএসডি, পটুয়াখালী ১৫০ মেগাওয়াট এইচএফও, মংলা ১০০ মেগাওয়াট, আশুগঞ্জ ১৫০ মেগাওয়াট এইচএফও, মানিকগঞ্জ ১৬২ মেগাওয়াট এইচএফও, সুন্দরগঞ্জ ২০০ মেগাওয়াট, লালমনিরহাট ৩০ মেগাওয়াট, সুতিয়াখালী মানিকগঞ্জ ১৬২ এমডাব্লিউ এইচএফও ৫০ মেগাওয়াট ও গড্ডা বিদ্যুৎকেন্দ্র।

উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর পাঁচ সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করে বিদ্যুৎ বিভাগ। পর্যালোচনা কমিটির আহ্বায়ক করা হয়েছে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে।

আরটিভি/আরএ/এসএ

মন্তব্য করুন

Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সামিট-আদানি বিদ্যুৎকেন্দ্রের তথ্য চায় পর্যালোচনা কমিটি
একটি টিকিট কিনলে আরেকটি ফ্রি দেবে যে এয়ারলাইন্স
এলপিজি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ
রামপাল বিদ্যুৎকেন্দ্রের নতুন ব্যবস্থাপনা পরিচালক ড. বিজয় প্রকাশ