• ঢাকা রোববার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১
logo

৬৬৮ কোটি টাকা খেলাপি ঋণ 

ইলিয়াছ ব্রাদার্সের ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আরটিভি নিউজ

  ০৪ অক্টোবর ২০২৪, ০৩:৩০
ইলিয়াছ ব্রাদার্সের ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ফাইল ছবি

অগ্রণী ব্যাংক থেকে নেওয়া ৬৬৮ কোটি টাকার ঋণ পরিশোধ না করায় মেসার্স মো. ইলিয়াছ ব্রাদার্সের পাঁচ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) চট্টগ্রাম অর্থ ঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

গ্রেপ্তারি পরোয়ানাপ্রাপ্ত পাঁচজন হলেন মেসার্স ইলিয়াছ ব্রাদার্স লিমিটেডের চেয়ারম্যান মো. নুরুল আবছার, ব্যবস্থাপনা পরিচালক মো. শামসুল আলম, পরিচালক মো. নুরুল আলম, পরিচালক জয়নাব বেগম ও পরিচালক কামরুন্নাহার বেগম।

বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম বলেন, অগ্রণী ব্যাংকের আগ্রাবাদ করপোরেট ব্রাঞ্চ থেকে ঋণ নিয়ে পরিশোধ না করায় ইলিয়াছ ব্রাদার্সের কর্মকর্তাদের বিরুদ্ধে ২০১২ সালের ২৯ ফেব্রুয়ারি মামলা করা হয়। ওই মামলায় ২০১৫ সালের ৪ জুন রায় দেন আদালত। রায় ঘোষণার পরও ঋণ পরিশোধ না করায় ২০১৫ সালের ১৮ ডিসেম্বর অর্থঋণ আদালতে অর্থ জারি মামলা করে ব্যাংক কর্তৃপক্ষ। ওই মামলায় ২০২২ সালের ১৮ নভেম্বর পর্যন্ত ৬৬৮ কোটি ৬০ লাখ ৫৭ হাজার টাকা পাওনা রয়েছে দাবি করে ব্যাংক। দীর্ঘদিনেও ওই ঋণ পরিশোধ না করায় ইলিয়াছ ব্রাদার্সের পাঁচ পরিচালকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

আরটিভি/এসএইচএম


মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্যাংকের পরিচালক পরিচয়ে স্বর্ণ নিয়ে উধাও, এরপর যা ঘটল
৬ লাখ কোটি টাকা ছাড়াতে পারে খেলাপি ঋণ: বাংলাদেশ ব্যাংক
জমজমাট এফডিসি, স্থগিত হওয়া পরিচালক সমিতির নির্বাচন ১০ জানুয়ারি
জুলাই অভ্যুত্থান নিয়ে চলচ্চিত্র নির্মাণ করবেন যে ৮ পরিচালক