• ঢাকা সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১
logo

যুবদল নেতা হত্যা

আ.লীগ নেতা এনামুল ৫ দিনের রিমান্ডে

আরটিভি নিউজ

  ০৪ অক্টোবর ২০২৪, ১৬:৪০
আ.লীগ নেতা এনামুল ৫ দিনের রিমান্ডে
ফাইল ছবি

পল্টন থানা আওয়ামী লীগের সভাপতি মো. এনামুল হক আবুলের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

যুবদল নেতা শামীম হত্যা মামলায় শুক্রবার (৪ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইন এ আদেশ দেন।

এদিন, আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক এই কাউন্সিলরকে বৃহস্পতিবার (৩ অক্টোবর) গ্রেপ্তার করে পুলিশ।

জানা গেছে, গত বছরের ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ ডাকে বিএনপি। ওইদিন বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালানো হয়। এসময় যু্বদল নেতা শামীম নিহত হন।

এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়।

আরটিভি/আরএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মসজিদের স্ক্রিনে ভেসে উঠল ‘আওয়ামী লীগ আবার ফিরবে’
ঈশ্বরদীর সাবেক মেয়র ঢাকায় গ্রেপ্তার
অনন্ত জলিলের বিরুদ্ধে আদালতের সমন জারি
শঙ্কা ও সংকটে আ.লীগ, সম্ভাব্য সুদিন বিএনপির