মিট দ্য প্রেস

‘ডিবি কার্যালয়ে থাকবে না কোনো আয়না ঘর-ভাতের হোটেল’

আরটিভি নিউজ

শনিবার, ০৫ অক্টোবর ২০২৪ , ০১:২৭ পিএম


‘ডিবি কার্যালয়ে থাকবে না কোনো আয়না ঘর-ভাতের হোটেল’

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেছেন, গোয়েন্দা পুলিশ কার্যালয়ে (ডিবি) আর কোনো আয়নাঘর থাকবে না। থাকবে না কোনো ভাতের হোটেল ও সেলিব্রিটি নায়ক-নায়িকাদের বিচরণস্থল। ডিবিকে জনবান্ধব হিসেবে গড়ে তোলা হচ্ছে। 

বিজ্ঞাপন

শনিবার (৫ অক্টোবর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

রেজাউল করিম মল্লিক বলেন, আসামি যেই হোক তিনি ন্যায়বিচার পাবেন। গ্রেপ্তারকৃত আসামিদের নির্যাতন করা হবে না। ডিবি অফিসের নাম শুনলে আর কেউ যেন আতঙ্কিত না হয়, আমাদের শুধু যেন অপরাধীরাই ভয় পায়। আমি যতদিন ডিবিপ্রধানের দায়িত্ব পালন করবো ততদিন ন্যায়নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ। 

বিজ্ঞাপন

তিনি বলেন, যারা অসহায়, ভুক্তভোগী তাদের কথা শুনব। তাদের কীভাবে আইনি সহায়তা দেওয়া যায় সেটাই দেখবো। ডিবিকে মানুষের আস্থা ও ভালোবাসার স্থান হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। নতুন স্বাধীন বাংলাদেশের ডিবি অফিস হবে ভুক্তভোগীদের ভরসাস্থল। ডিবির কোনো সদস্য অন্যায় করলেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন ডিবি পুলিশের যুগ্ম কমিশনার, উপকমিশনার ও ডিসি মিডিয়া।

বিজ্ঞাপন

আরটিভি/এআর/এসএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission