• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

রিমান্ড শেষে কারাগারে সুলতান মনসুর

আরটিভি নিউজ

  ০৫ অক্টোবর ২০২৪, ১৭:৪০
রিমান্ড শেষে কারাগারে সুলতান মনসুর
ফাইল ছবি

যুবদল নেতা শামীম হত্যা মামলায় রিমান্ড শেষে সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার (৫ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. শরীফুর রহমান এ আদেশ দেন।

এর আগে, এদিন আসামিকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করে পুলিশ। অন্যদিকে, আসামির আইনজীবী জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক সুলতান মনসুরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ৩০ সেপ্টেম্বর ভোরে কানাডা থেকে দেশে ফেরার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। এরপর যুবদল নেতা শামীম হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ওইদিনই আদালত সুলতান মনসুরকে পাঁচ দিনের রিমান্ড দেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডায় ভ্রমণে ছিলেন সাবেক এই সংসদ সদস্য। ছাত্র আন্দোলনের অনেক আগে থেকেই তিনি দেশের বাইরে ছিলেন।

সুলতান মনসুর ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে মৌলভীবাজার-২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

উল্লেখ্য, ১৯৮৬ সালে সুলতান মনসুর ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন। ১৯৮৯ সালে নির্বাচিত হন ডাকসুর ভিপি।

আরটিভি/আরএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফায়ার ফাইটারের মৃত্যু: ট্রাকচালক-হেলপার কারাগারে
রিমান্ড শেষে কারাগারে কামরুল ও সোলাইমান
ভারতে অনুপ্রবেশের চেস্টাকালে দুই যুবক আটক
এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর কারাগারে