• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

চুক্তিভিত্তিক ১৫ বছর কাজের পর পদত্যাগ করলেন সচিব খুরশেদ আলম

আরটিভি নিউজ

  ০৬ অক্টোবর ২০২৪, ১৮:৩৫
পদত্যাগ করলেন মেরিটাইম অ্যাফেয়ার্সের সচিব খুরশেদ আলম
ফাইল ছবি

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্সের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম পদত্যাগ করেছেন।

রোববার (৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। খুরশেদ আলমের পদত্যাগপত্র গ্রহণ করেছে মন্ত্রণালয়।

বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র।

১৫ বছর ধরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক কাজ করেছেন তিনি। ২০০৯ সাল থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্সের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগে কর্মরত ছিলেন নৌবাহিনীর সাবেক এই কর্মকর্তা।

সবশেষ, গত ২ সেপ্টেম্বর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্সের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলমকে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়। ওইদিন দুপুরে পররাষ্ট্র স‌চিব মাসুদ বিন মো‌মে‌নের চু‌ক্তি‌ভি‌ত্তিক নি‌য়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল ক‌রে প্রজ্ঞাপন প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ নাজমুল হক স্বাক্ষ‌রিত এক অফিস আদেশে বলা হ‌য়ে‌ছে, প্রাক্তন পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেনের ২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে দায়িত্বভার ত্যাগের পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্সের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম পররাষ্ট্র সচিবের দৈনন্দিন বা জরুরিসরকারি কার্যাদি সম্পাদন করবেন মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

আরটিভি/এসএইচএম/এএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক সচিব ইসমাইল হোসেন রিমান্ডে
বিমানবন্দরে আটক অবসরে যাওয়া সচিব ইসমাইল
যমুনা রেলসেতু উদ্বোধন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে: রেল সচিব
ফিলিস্তিন নিয়ে বক্তব্য দেওয়ায় ড. ইউনূসকে পিএলও মহাসচিবের ধন্যবাদ