• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

আরেক মামলায় হাজি সেলিমসহ ৩ জনকে গ্রেপ্তার দেখানো হলো

আরটিভি নিউজ

  ০৭ অক্টোবর ২০২৪, ১০:৪০
ছবি: সংগৃহীত

ছাত্র আন্দোলনে প্লাস্টিক কারখানার কর্মচারী রাকিব হাওলাদার হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমসহ তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান এ আদেশ দেন।

যাদের গ্রেপ্তার দেখানো হয়েছে তারা হলেন সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ও সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিক।

এর আগে, এদিন আসামিদের আদালতে হাজির করে ওই মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক মোরাদুল ইসলাম গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

রাজধানীর বংশাল থেকে গত ১ সেপ্টেম্বর রাতে হাজি সেলিম, ১৪ আগস্ট রাতে রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় তানভীর হাসান সৈকতকে এবং গত ২২ আগস্ট লালবাগ থানার কেল্লার মোড় এলাকা থেকে হাবিবুর রহমান মানিককে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গদ ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে অংশগ্রহণ করেন ১৬ বছরের কিশোর রাকিব হাওলাদার। মিছিলটি চানখারপুল পৌঁছালে পুলিশ, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিলে গুলিবর্ষণ করে। এতে গুলিবিদ্ধ হয়ে রাকিবের মৃত্যু হয়।

এঘটনায় রাকিবের বাবা জাহাঙ্গীর হোসেন মামলা দায়ের করেন। মামলায় হাজি সেলিম এক নম্বর আসামি।

আরটিভি/আরএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিমানবন্দরে ছাত্রলীগ নেতা শাহীন গ্রেপ্তার 
চাঁদপুরে ড্রেজার-বাল্কহেডসহ গ্রেপ্তার ৯
নোয়াখালীতে স্বর্ণের বারসহ গ্রেপ্তার ৩
কক্সবাজারে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৩