• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

যুদ্ধ পরিস্থিতিতে লেবানন প্রবাসীদের জন্য জরুরি সেবা চালু

আরটিভি নিউজ

  ০৭ অক্টোবর ২০২৪, ২০:৪১
ছবি: সংগৃহীত

যুদ্ধ পরিস্থিতিতে লেবানন প্রবাসীদের জন্য জরুরি স্বাস্থ্যসেবা চালু করেছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস।

সোমবার (৭ অক্টোবর) দূতাবাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিরা বিশেষ করে যারা বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্র বা আবাসস্থলসমূহে অবস্থান করছেন, তাদের এই সংকটময় সময়ে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা গ্রহণের জন্য নিম্নলিখিত নম্বরে (সোমবার থেকে শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত) যোগাযোগ করার জন্য বিশেষভাবে পরামর্শ দেওয়া হলো।

লেবানিজ রেডক্রস নম্বর (শুধুমাত্র অ্যাম্বুলেন্স সহায়তার জন্য)- ১৪০
প্রাথমিক স্বাস্থ্য সেবা গ্রহণের জন্য নম্বর- ৭০১২৮৭৯৩
প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে পরিবহনের জন্য নম্বর- ৮১৯৫৬৫৬২
যুদ্ধে আহত হয়ে চিকিৎসার প্রয়োজন হলে নম্বর- ৭৬৭৭৭১৩৯

একইসঙ্গে লেবানন প্রবাসীদের প্রাথমিক স্বাস্থ্য বিধি মেনে চলা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখারও আহ্বান জানিয়েছে দূতাবাস।

আরটিভি/আইএম-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সন্ধ্যায় দেশে ফিরছেন আরও ৬৫ লেবানন প্রবাসী