• ঢাকা শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১
logo

পাহাড়ে অশান্তির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

আরটিভি নিউজ

  ০৯ অক্টোবর ২০২৪, ১৭:৩৯
পাহাড়ে অশান্তির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত

পাহাড়ে নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যারা পাহাড়ে শান্তি ও নিরাপত্তা ভঙ্গের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (৯ অক্টোবর) সচিবালয়ে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের এ কথা বলেন।

জাহাঙ্গীর আলম বলেন, পার্বত্য অঞ্চলে নিরাপত্তার কোনো শঙ্কা নেই। আপনারা দেখেছেন কারা সেখানে নিরাপত্তা ভঙ্গ করার চেষ্টা করে। কিছু দুষ্কৃতকারী সবসময় চায় পরিস্থিতি খারাপের দিকে যাক। অন্তর্বর্তী সরকার সেটি হতে দেবে না।

পূজা খুব ভালোভাবে হবে জানিয়ে তিনি বলেন, কোথাও কোনো শঙ্কা নেই, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কিছু পূজামণ্ডপ পরিদর্শন করেছি। সবমিলিয়ে দুর্গাপূজায় সার্বিক পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বৌদ্ধদের শুভ প্রবারণায় কঠিন চীবর দান অনুষ্ঠান ভালোভাবে পালন করতে প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে। এখানেও নিরাপত্তার কোনো শঙ্কা নেই।

আরটিভি/আরএ/এসএ

মন্তব্য করুন

Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পূজায় প্রশাসন আন্তরিকভাবে দায়িত্ব পালন করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
আমাদের দায়িত্ব ৩৬৫ দিনই নিরাপত্তা দেওয়া: স্বরাষ্ট্র উপদেষ্টা
এবার পূজায় কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
আ.লীগ নেতারা কখন কীভাবে পালিয়েছে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা