• ঢাকা শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১
logo

এমন ব্যবস্থা করতে চাই জাতি যেনো চিরদিন মনে রাখে: বদিউল আলম 

আরটিভি নিউজ

  ০৯ অক্টোবর ২০২৪, ১৮:১৯
ছবি: সংগৃহীত

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের চেয়ারম্যান বদিউল আলম মুজমদার বলেছেন, নির্বাচন ব্যবস্থা একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করিয়ে আগামীতে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন আয়োজনের ব্যবস্থা করা আমাদের দায়িত্ব। অতীতের কথা বাদ দিয়ে এমন একটা ব্যবস্থা করে যেতে চাই জাতি যেনো চিরদিন মনে রাখে।

বুধবার (৯ অক্টোবর) নির্বাচন কমিশনে ইসি সচিবের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় নির্বাচন কমিশন সচিব শফিউল আজিমসহ সংস্কার কমিশনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনসংক্রান্ত আইনকানুন, বিধিবিধান সবকিছু আমরা পর্যালোচনা করব, যাতে সুষ্ঠু নির্বাচনের সহায়ক হয়। আমরা চাই, নতুন করে শুরু করতে। এখানকার যারা কর্মকর্তা-কর্মচারী আছেন, তাদেরও আমি বলেছি, অতীতে যা ঘটেছে, তা অতীত। আমরা একটা নতুন সম্পর্ক, সহযোগিতার সম্পর্ক গড়ে তুলব, যাতে আমরা সবাই মিলে একটা নির্বাচনের পথ প্রশস্ত করতে পারি, যা নিয়ে আমরা গর্ব করতে পারব। একইসঙ্গে জাতি চিরদিন মনে রাখবে। আমরা আমাদের পক্ষ থেকে নিশ্চিত করার চেষ্টা করব, যাতে ভবিষ্যতে যারাই এখানে আসুক, তাদের সেভাবে মূল্যায়ন করতে হবে। মূলত বাংলাদেশের মালিক এ দেশের নাগরিক। ফলে, দেশের সব মানুষের দায়বদ্ধতা তাদের কাছে। বিভিন্ন কারণে অতীতে হয়ে ওঠেনি। ভবিষ্যতে যাতে ভালোকিছু হয়, সে ব্যাপারে আমরা সবাই মিলে চেষ্টা করব।

কোনো সংলাপ করার চিন্তা আছে কি না, এমন প্রশ্নে সংস্কার কমিশনের প্রধান বলেন, আমরা রাজনৈতিক দলের মতামত নেব, তাদের প্রস্তাব নেব। বিভিন্ন পদ্ধতিতে আমরা সবার সুপারিশ নেওয়ার চেষ্টা করব। রাজনৈতিক দলের কাছ থেকে আমরা কীভাবে মতামত নেব, তা আলাপ-আলোচনা করে ঠিক করব।

তিনি বলেন, আমরা যেটা করব... নির্বাচনের সঙ্গে সংবিধান যুক্ত আছে, অনেকগুলো আইন যুক্ত আছে, বিধিবিধান যুক্ত আছে, সংবিধানে নির্বাচনসংক্রান্ত যেসব বিধিবিধান আছে সেগুলো পর্যালোচনা করব। পরে এইসব বিষয়ে কী করা যায়, তা আমরা সুপারিশ করব।

বদিউল আলম মজুমদার আরও বলেন, আমাদের বড় কাজ জাতীয় নির্বাচনের আরপিওসহ অনেকগুলো আইন পর্যালোচনা করব। প্রত্যেক বাক্য আমরা পর্যালোচনা করব, মূল্যায়ন করার চেষ্টা করব, ওইখানে কোনো পরিবর্তন করার প্রয়োজন আছে কি না। তারপরেও নির্বাচনের ব্যাপারে অনেকগুলো ফরম আছে, এইগুলো আমরা খতিয়ে দেখব, কোনো পরিবর্তন করার প্রয়োজন আছেন কি না। সবচেয়ে শুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো নির্বাচন কমিশন। এরসঙ্গে আরও কিছু প্রতিষ্ঠান নির্বাচনের সঙ্গে যুক্ত। এসব প্রতিষ্ঠানকে কীভাবে নিরপেক্ষ কার্যকরী করা যায়, এই বিষয়ে আমাদের অভিজ্ঞতা আপনাদের অভিজ্ঞতা নিয়ে কিছু সুপারিশ করব।

এই নির্বাচন বিশ্লেষক বলেন, আমাদের বড় ইস্যু হলো প্রবাসীদের ভোট দেওয়ার অধিকার ও ভোটের অধিকার নিয়ে কী করা যায়, এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখব। আমাদের যে টেকনোলজি এক্সপার্ট আছে, খতিয়ে দেখবে। অন্যদেরও সহায়তা নেব। নির্বাচন ব্যবস্থায় নারীর অংশগ্রহণ ও জাতীয় নির্বাচনে যে সংরক্ষিত আসন আছে, স্থানীয় নির্বাচনে যে রিজার্ভ সিট আছে, এসব বিষয় নিয়ে আমরা পর্যালোচনা করব।

বদিউল আলম মজুমদার বলেন, আমরা অতীতের নির্বাচনগুলো খতিয়ে দেখার চেষ্টা করব। তার থেকে শিক্ষাগ্রহণ করার চেষ্টা করব এবং আমরা পার্শ্ববর্তী দেশের নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগাতে চেষ্টা করব। সব অংশীজনের সঙ্গে আলাপ আলোচনা করার চেষ্টা করব। এরপরে আমরা প্রতিবেদন তৈরি করে জমা দেব। এইগুলো আমরা প্রাথমিকভাবে চিন্তা করেছি।

ইসি সংস্কার কমিশনের চেয়ারম্যান বলেন, এই কমিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমাদের বারবার স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। এই কমিশনের কাজের ওপর পরবর্তীতে নির্বাচনের রোডম্যাপ তৈরি হবে ও নির্বাচনের দিনক্ষণ ঠিক করা হবে। আমরা মনে করি, এটা আমাদের ওপর পবিত্র দায়িত্ব। এই কমিশনের মাধ্যমে নির্বাচন ব্যবস্থা একটি শক্তিশালী ভিতের ওপর দাঁড় করিয়ে আগামী একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনের ব্যবস্থা করা আমাদের দায়িত্ব।

তিনি বলেন, এই দায়িত্ব সততার ও আন্তরিকতার সাথে পালন করে যাতে শহীদদের রক্তের ঋণ আমরা শোধ করতে পারি... সেই লক্ষ্যে আমরা সর্বশক্তি প্রয়োগ করব। আপনাদের সবার সহায়তা প্রয়োজন।

আরটিভি/একে/এসএ

মন্তব্য করুন

Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আলী রীয়াজকে প্রধান করে সংবিধান সংস্কার কমিশন গঠন
সব পক্ষের সঙ্গে বসে মিডিয়া সংস্কার কমিশন গঠন করা হবে: নাহিদ
পুলিশ সংস্কার কমিশন গঠন, সদস্য যারা 
৮ সদস্যের জনপ্রশাসন সংস্কার কমিশনে আছেন যারা