অবসরে গেলেন আইন সচিব গোলাম রব্বানী
সরকারি চাকরি আইন অনুযায়ী ৫৯ বছর পূর্ণ হওয়ায় আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম রব্বানীর অবসর মঞ্জুর করেছে সরকার।
বুধবার (৯ অক্টোবর) তার অবসর মঞ্জুর সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।
এ বিষয়ে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ‘আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম রব্বানীকে সরকারি চাকরি আইন অনুযায়ী ৫৯ বৎসর পূর্তিতে ৯ অক্টোবর সরকারি চাকরি হতে অবসর মঞ্জুর করা হলো। তার ছুটি প্রাপ্যতা থাকায় ১০ অক্টোবর থেকে ২০২৫ সালের ৯ অক্টোবর পর্যন্ত ১২ মাস পূর্ণ গড় বেতনে অবসর-উত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হলো।’
গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে যুগ্ম সচিব পদমর্যাদায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে আনা হয়। এ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার জন্যই তাকে ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে বলে সে সময় আলোচনা ছিল।
যুগ্ম সচিব থাকা অবস্থায় গত ৮ সেপ্টেম্বর তাকে সচিব হিসাবে চলতি দায়িত্ব দেওয়া হয়। এরপর ১৮ সেপ্টেম্বর আইন ও বিচার বিভাগের সচিব করা হয় গোলাম রব্বানীকে। অবসরে যাওয়ার আগে এক মাসেরও কম সময় সচিব হিসাবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন এই সরকারি কর্মকর্তা।
আরটিভি/এআর
মন্তব্য করুন