• ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
logo

পাইলট ও প্রকৌশলীদের অবসরের বয়সসীমা বাড়াল বিমান

আরটিভি নিউজ

  ১০ অক্টোবর ২০২৪, ১৮:৫৫
ফাইল ছবি

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের স্থায়ী পাইলট ও ইঞ্জিনিয়ারদের চাকরির অবসরের বয়সসীমা ৬২ বছরে উন্নীত করা হয়েছে। এতদিন তাদের ৫৯ বছরে অবসরে পাঠানো হতো।

বুধবার (৯ অক্টোবর) বিমানের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মো. মতিউল ইসলাম চৌধুরীর সই করা দুটি পৃথক আদেশে তাদের বয়সসীমা বাড়ানোর বিষয়টি জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, পরিচালনা পর্ষদের ৩১২তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বিমানে কর্মরত স্থায়ী পাইলটদের চাকরির অবসর বয়সসীমা ৬২ বছরে উন্নীত করা হলো। এ আদেশ ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর তারিখ থেকে কার্যকর হবে।

আরেক প্রশাসনিক আদেশে বলা হয়েছে, পর্ষদের ৩১২তম সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রকৌশল ও ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট পরিদপ্তরাধীন সব প্রকৌশলী এবং প্রকৌশল কাজে সংশ্লিষ্ট সব টেকনিক্যাল কর্মচারীদের চাকরির অবসর বয়সসীমা ৫৯ বছরের পরিবর্তে ৬২ বছরে উন্নীত করা হলো। এ আদেশ ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর তারিখ থেকে কার্যকর হবে।

আরটিভি/এমএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলি বিমান হামলায় নিহত গাজার পুলিশ প্রধান 
সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট বন্ধ
২০০ কর্মী নিয়োগ দেবে বিমান বাংলাদেশ
একদিনে ৩ বিমান দুর্ঘটনা, ১৩ দিনে ৮