• ঢাকা বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১ কার্তিক ১৪৩১
logo

তারেক রহমানের সব মামলা প্রত্যাহার না করলে আন্দোলনের হুঁশিয়ারি

আরটিভি নিউজ

  ১৪ অক্টোবর ২০২৪, ১৪:৫০
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার না করলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

সোমবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট বার ভবনে এক সংবাদ সম্মেলনে ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন এ হুঁশিয়ারি দেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দল এবং ছাত্র-জনতা দীর্ঘদিন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সংগ্রাম করেছে। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে এই সংগ্রামে বিরামহীনভাবে নেতৃত্ব দিয়েছে বিএনপি এবং তারেক রহমান।

জয়নুল আবেদীন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে দায়ের করা সব মামলাই রাজনৈতিক। পলাতক শেখ হাসিনার নির্দেশে কয়েকটি মিথ্যা মামলার ফরমায়েশি রায়ও ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা এসব রাজনৈতিক মামলার বিষয়ে যথাযথ কর্তৃপক্ষ এখনও কোনো ধরনের পদক্ষেপ নেয়নি।

অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি লেখেন, মামলাগুলো প্রত্যাহার না করলে আইনজীবী সমাজ আবারও রাস্তায় নামতে বাধ্য হবে।

একইসঙ্গে জুলাই গণহত্যার আসামি পলাতক শেখ হাসিনাসহ অন্যদের দেশে ফেরত এনে বিচারে মুখোমুখি করতে দাবি জানান জয়নুল আবেদীন।

আরটিভি/আরএ/এসএ

মন্তব্য করুন

Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘পালিয়ে থাকার চেয়ে জেলখানায় থাকা ভালো’
আন্দোলনে নিহত শিহাব এইচএসসিতে পেয়েছেন ৪.০৮
‘কিছু শিল্পী এখনও লাল প্রোফাইলধারীদের রাষ্ট্রদ্রোহী বলে যাচ্ছে’
আন্দোলনে নিহত শাহরিয়ার পেলেন জিপিএ-৪.৮৩