• ঢাকা বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১
logo

উদ্দেশ্যমূলক মামলা দায়েরের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হুঁশিয়ারি

আরটিভি নিউজ

  ১৪ অক্টোবর ২০২৪, ১৮:২৯

ব্ল্যাকমেইলিং ও চাঁদাবাজিসহ নানান হয়রানির উদ্দেশ্যে বিভিন্ন থানায় মামলা দায়েরকারীদের জন্য সতর্কবার্তা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এ ধরনের উদ্দেশ্যমূলক মামলা দায়েরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সোমবার (১৪ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে সাম্প্রতিক সময়ে চাঁদাবাজি, ব্ল্যাকমেইলিংসহ নানান হয়রানি করার উদ্দেশ্যে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। এ ধরনের উদ্দেশ্যমূলক মামলা দায়ের বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী ফৌজদারি অপরাধ।

এতে আরও বলা হয়, এসব কর্মকাণ্ডে জড়িতদের কঠোরভাবে হুঁশিয়ারি প্রদানসহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নিমিত্তে সংশ্লিষ্ট আইনপ্রয়োগকারী সংস্থাকে ইতোমধ্যে নির্দেশনা প্রদান করা হয়েছে।

এসব অপতৎপরতাকারীর বিরুদ্ধে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ অভিযোগ বা তথ্য আনানোর জন্য এবং সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।

আরটিভি/এআর-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের ৩ ডিআইজিসহ ১৭ কর্মকর্তাকে বদলি
বাধ্যতামূলক অবসরে পুলিশের ৩ অতিরিক্ত আইজি
পুলিশের ৮ কর্মকর্তাকে একযোগে বদলি
আলোচিত সেই পুলিশ কর্মকর্তা সানজিদা সাময়িক বরখাস্ত