• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে আগ্রহী তুরস্ক

আরটিভি নিউজ

  ১৪ অক্টোবর ২০২৪, ২০:০৫

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক।

সোমবার (১৪ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি সচিবের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানিয়েছে দেশটির প্রতিনিধি দল।

পরে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, বৈঠকে দুই দেশের নির্বাচনী ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। প্রতিনিধি দল তুরস্কের নির্বাচনী ব্যবস্থা এবং ইসি কর্মকর্তারা বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার ওপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এতে দেখো যায় বাংলাদেশের সঙ্গে তুরস্কের নির্বাচনী ব্যবস্থার বেশির ভাগই মিল রয়েছে। যে মিল রয়েছে সেগুলো নিয়ে কথা বলেন তারা। তারা বলেন, আমাদের রাজনৈতিক ভিত্তি আলাদা হওয়ার কারণে নির্বাচন ব্যবস্থা কিছুটা ভিন্ন। নির্বাচন ব্যবস্থায় সহযোগিতার জন্য তুরস্ক প্রস্তুত আছে।

ইসির জনসংযোগ পরিচালক আরও জানান, ভবিষ্যতে বাংলাদেশে নির্বাচন নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে প্রতিনিধি দল। তুরস্কে বাংলাদেশের মতোই আইন মেনে নির্বাচন কমিশন গঠন করা হয় বলে বৈঠকে জানিয়েছেন তারা।

দুই সদস্যের প্রতিনিধি দলের সদস্য তুরস্কের সুপ্রিম ইলেকশন কাউন্সিলের হেড অব ডিপার্টমেন্ট হাররু ওস্কান এবং ভোটার রেজিস্ট্রেশনের ডেপুটি ডিরেক্টর জেনারেল হাইরি বাইরাক নির্বাচন কমিশন সচিবের সঙ্গে প্রায় তিন ঘণ্টা বৈঠক করেন। ইসি সচিব শফিউল আজিম, এনআইডি মহাপরিচালক, ইটিআই মহাপরিচালক, আইডিয়া-২ প্রকল্পের পরিচালক বৈঠকে উপস্থিত ছিলেন।

আরটিভি/এআর-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তুরস্কে হাসপাতালে ধাক্কা লেগে বিধ্বস্ত হেলিকপ্টার, আরোহীদের সবাই নিহত
নির্বাচনে কোন দল অংশ নেবে সে সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেবে: বদিউল আলম
প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ে নির্বাচন করতে প্রস্তুত ইসি
সিরিয়ার নতুন সরকারকে সামরিক সহায়তা দেবে তুরস্ক