• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

শেরপুরের মতো বন্যা দেশে আরও হতে পারে: ত্রাণ উপদেষ্টা

আরটিভি নিউজ

  ১৮ অক্টোবর ২০২৪, ০২:৪৭
শেরপুরের মতো বন্যা দেশে আরও হতে পারে: ত্রাণ উপদেষ্টা
ফাইল ছবি

শেরপুরের সাম্প্রতিক বন্যার মতো দেশে এরকম আরও বন্যা হতে পারে বলে ধারণা করছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় শেরপুর জেলা সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ ধারণার কথা জানান তিনি।

ফারুক ই আজম বলেন, শেরপুরে বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি দেখার জন্য আমি এখানে এসেছি। এর আগে, বন্যায় ত্রাণের সময় আমার মন্ত্রণালয়ের সচিবরা এসেছিলেন। পুনর্বাসন সম্পর্কে দিকনির্দেশনা দেওয়ার জন্য আমি শেরপুরে এসেছি।

তিনি বলেন, ইতোমধ্যে জেলার ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়েছে। এই কাজগুলো কীভাবে করবে, সে সম্পর্কে আমি ধারণা নিতে এবং দিতে সরেজমিনে এসেছি। শেরপুর জেলার মতো এ ধরনের বন্যা আরও হতে পারে, সেগুলো সম্পর্কে আগাম ধারণা নিয়ে কাজগুলো সম্পন্ন করতে হবে।

এসময় শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান ও পুলিশ সুপার আমিনুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

শুক্রবার সকালে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন উপদেষ্টা।

আরটিভি/এসএইচএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ ব্যাংকের বিশেষ বিধান জারি
‘আ.লীগ লুটপাট করে দেশের সবকিছু ফাঁকা করে দিয়ে গেছে’
দুই প্রকল্পে বিশ্বব্যাংক থেকে ১০৮০০ কোটি টাকা ঋণ পাচ্ছে বাংলাদেশ
ডিসেম্বরের ২১ দিনে এক টাকাও রেমিট্যান্স আসেনি যে ১০ ব্যাংকে