• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

আগাম জামিন পেলেন জেড আই খান পান্না

আরটিভি নিউজ

  ২১ অক্টোবর ২০২৪, ১১:৩৯
ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার আন্দোলন চলাকালে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী এবং মানবাধিকার সংস্থা আইন ও শালিস কেন্দ্রের চেয়ারপারসন জেড আই খান পান্নার বিরুদ্ধে গত ১৭ অক্টোবর মামলা করা হয়। এ মামলায় গতকাল (২০ অক্টোবর) তিনি হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন। পরে আজ শুনানি শেষে তার জামিন দেওয়া হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ জামিন আদেশ দেন।

জামিন পেয়ে জেড আই খান পান্না গণমাধ্যমকে বলেন, জামিন পেয়েছি তবে মুখ ও বিবেক বন্ধ হবে না।

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই আহাদুল ইসলামকে গুলি ও মারধরের মাধ্যমে হত্যাচেষ্টার অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী এবং মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন জেড আই খান পান্নাসহ ১৮০ জনের বিরুদ্ধে গত ১৭ অক্টোবর মামলা দায়ের করা হয়। খিলগাঁও থানায় এ মামলাটি করেন আহত আহাদুলের বাবা মো. বাকের (৫২)।

মামলার এজাহারে বলা হয়, আহাদুলসহ অন্যরা মেরাদিয়া বাজারের কাছে বিক্ষোভ করছিলেন। তখন নাম না জানা বিজিবি, পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা অন্য আসামিদের নির্দেশে গুলি চালায়। এ সময় আহাদুল গুলিবিদ্ধ হন। তিনি মাটিতে লুটিয়ে পড়লে ঘটনাস্থলে থাকা আসামিরা তাকে মারধরও করে। পরে তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মামলায় বিজিবির বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীকেও আসামি করা হয়েছে।

আরটিভি/আইএম/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুযোগ পেলে শেখ হাসিনার পক্ষে মামলা লড়ব: জেড আই খান পান্না
‘ভুলে’ আসামি জেড আই খান পান্না, নাম বাদ দিতে বাদীর আবেদন 
জেড আই খান পান্নার আগাম জামিন শুনানি আজ
হত্যাচেষ্টা মামলায় আগাম জামিন চাইলেন জেড আই খান পান্না