বিটিআরসির নতুন কমিশনার ইকবাল আহমেদ
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) নতুন কমিশনার হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ইকবাল আহমেদকে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশ টেলিযোগাযোগ আইন, ২০০১ এর ধারা ৭(১) এবং ৯(২) অনুযায়ী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ইকবাল আহমেদকে তিন বছর মেয়াদে প্রকৌশলী ক্যাটাগরিতে বিটিআরসির কমিশনার পদে নিয়োগ দেওয়া হলো। তবে এক্ষেত্রে শর্ত হচ্ছে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক যোগদানের তারিখ থেকে পরিত্যাগ করতে হবে।
এ ছাড়া, এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।
প্রসঙ্গত, বিটিআরসি দেশের টেলিযোগাযোগ সেবা ও ইন্টারনেট নেটওয়ার্কের মান নিয়ন্ত্রণ, পরিচালনা এবং তত্ত্বাবধান করে থাকে।
আরটিভি/আইএম
মন্তব্য করুন