• ঢাকা শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪, ১০ কার্তিক ১৪৩১
logo

সাবেক সিনিয়র সচিব মোস্তাফা কামাল গ্রেপ্তার

আরটিভি নিউজ

  ২৪ অক্টোবর ২০২৪, ১২:২৩
ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব ও বিমান পর্ষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফা কামাল উদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বলেন, সিএমপির সহযোগিতায় আজ সকালে মোস্তফা কামালকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। তাকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে।

তিনি আরও বলেন, মোস্তফা কামালের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা আছে। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

প্রসঙ্গত, ১৯৮৪ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোস্তাফা কামাল উদ্দীন ২০১৭ সালের ২৫ অগাস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পান। ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর তাকে পদোন্নতি দিয়ে সিনিয়র সচিব করা হয়। পরে ২০২৩ সালের ১২ জানুয়ারি সরকারি চাকরি থেকে অবসরের পর তাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান করা হয়। ক্ষমতার পালাবদলের পর গত ১৯ অগাস্ট ওই পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়।

আরটিভি/আইএম

মন্তব্য করুন

Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সমন্বয়ক পরিচয়ে স্বর্ণালংকার-টাকা লুট, গ্রেপ্তার ২
সচিবালয়ে বিশৃঙ্খলা, গ্রেপ্তার ২৬ জন নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত
যারা সিন্ডিকেট গড়ছেন তাদের গ্রেপ্তার করুন: রিজভী
সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির গ্রেপ্তার