• ঢাকা শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১
logo

সাবেক সিনিয়র সচিব মোস্তফা কামাল ৩ দিনের রিমান্ডে

আরটিভি নিউজ

  ২৫ অক্টোবর ২০২৪, ১৬:২১
ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব ও বিমান পর্ষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দীনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। যুবদল নেতা শামীম হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তাকে এ রিমান্ড দেওয়া হয়।

শুক্রবার (২৫ অক্টোবর) আসামিকে আদালতে তোলা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক তন্ময় কুমার বিশ্বাস তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, ২০২৩ সালের ২৮ অক্টোবর কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী মহাসমাবেশ ডাকে বিএনপি। ওই মহাসমাবেশ পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। ওইদিন বিএনপির ঢাকার মহাসমাবেশে হামলা চালানো হয়। সে সময় যুবদল নেতা শামীম নিহত হন। পরে ওই ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়।

প্রসঙ্গত, ১৯৮৪ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোস্তফা কামাল উদ্দীন ২০১৭ সালের ২৫ অগাস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পান। ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর তাকে পদোন্নতি দিয়ে সিনিয়র সচিব করা হয়। পরে ২০২৩ সালের ১২ জানুয়ারি সরকারি চাকরি থেকে অবসরের পর তাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান করা হয়। ক্ষমতার পালাবদলের পর গত ১৯ অগাস্ট ওই পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়।

আরটিভি/আইএম/এআর

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামায়াত কর্মী হত্যা মামলায় ৩ দিনের রিমান্ডে সাবেক এমপি তাহজীব
হত্যা মামলায় ৬ দিনের রিমান্ডে আমু
ফের ২ দিনের রিমান্ডে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর
শমী কায়সার-তাপস তিন দিনের রিমান্ডে