• ঢাকা রোববার, ২৭ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১
logo

হাসানাত আবদুল্লাহর ছেলে মঈন ৫ দিনের রিমান্ডে

আরটিভি নিউজ

  ২৬ অক্টোবর ২০২৪, ১৬:৪৮
হাসানাত আবদুল্লাহর ছেলে মঈন ৫ দিনের রিমান্ডে
ফাইল ছবি

যুবদল নেতা শামীম হত্যা মামলায় শেখ হাসিনার ফুফাতো ভাই এবং সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর ছেলে সেরনিয়াবাত মঈনউদ্দিন আবদুল্লাহকে ৫ দিনের রিমান্ডে দিয়েছে আদালত।

শনিবার (২৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাগীব নূর এ আদেশ দেন।

এর আগে, এদিন আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে আসামির আইনজীবী জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত মঈনউদ্দিনের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাজধানীর গুলশান-২ থেকে শুক্রবার (২৫ অক্টোবর) দিনগত রাতে মঈনউদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গত বছরের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে পণ্ড করতে পুলিশের সহায়তায় হামলা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়।

এদিকে, গত ৮ অক্টোবর শেখ মুজিবুর রহমানের ভাগনে সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহসহ তার পরিবারের সাতজনের ব্যাংক হিসাব জব্দ করা হয়।

একইসঙ্গে তার পরিবারের সদস্যদের নামে ব্যক্তি মালিকানাধীন বা স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত রাখতে বলা হয়েছে।

আরটিভি/আরএ

মন্তব্য করুন

Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চুয়াডাঙ্গায় ছাত্রদল-যুবদলের ৫ নেতাকর্মীকে কুপিয়ে জখম
স্কাউটের সনদে শেখ হাসিনার স্বাক্ষর, শিক্ষকের প্রতিবাদ 
সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ কারাগারে
নোয়াখালীতে প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ফ্রি মেডিকেল ক্যাম্প যুবদলের