• ঢাকা রোববার, ২৭ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১
logo

সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে দুদকে তলব

আরটিভি নিউজ

  ২৭ অক্টোবর ২০২৪, ১৪:০২
সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে দুদকে তলব
ফাইল ছবি

ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য শরীফ আহমেদকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এজন্য তার ঠিকানায় চিঠি পাঠিয়ে তলব করেছে সংস্থাটি।

দুদকের প্রধান কার্যালয় থেকে সংস্থাটির উপ-পরিচালক ও অনুসন্ধান টিম প্রধান মোহাম্মদ নুরুল হুদা তাকে তলব করে চিঠি দিয়েছেন।

রোববার (২৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছে দুদকের জনসংযোগ দপ্তর। তলবি চিঠি ময়মনসিংহের তারাকান্দায় সাবেক এ সংসদ সদস্যের নিজ বাড়ির ঠিকানায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, গত ২৫ আগস্ট দুদকের প্রধান কার্যালয় থেকে শরীফ আহমেদের অবৈধ সম্পদের ব্যাপারে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক এই প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাত করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের কথা উল্লেখ করা হয়েছে চিঠিতে।

আরটিভি/এসএইচএম

মন্তব্য করুন

Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ কারাগারে
সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেপ্তার
খুলনা পাসপোর্ট অফিসের পরিচালকসহ ৪ জনকে দুদকে তলব
সাবেক প্রতিমন্ত্রী জাকির ৩ দিনের রিমান্ডে