• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

পানিতে জরুরী উদ্ধার

বাংলাদেশ রেড ক্রিসেন্টকে প্রশিক্ষণ ও সরঞ্জামাদি দিল চায়না রেড ক্রস

আরটিভি নিউজ

  ২৮ অক্টোবর ২০২৪, ১৬:৫৯

সাম্প্রতিক সময়ে ভয়াবহ বন্যার সন্মুখীন হয়েছে বাংলাদেশ। সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে আকস্মিক এসব বন্যায় জরুরী উদ্ধারকাজে মাঠ পর্যায়ে কাজ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) এর স্বেচ্ছাসেবক ও কর্মীরা। বন্যা পরিস্থিতে জরুরী উদ্ধারকাজে নিয়োজিত স্বেচ্ছাসেবক ও কর্মীদের পানি থেকে জরুরী উদ্ধার বিষয়ে আরো দক্ষ ও প্রশিক্ষিত করতে সহযোগিতার হাত বাড়িয়েছে রেড ক্রস সোসাইটি অব চায়না (আরসিএসসি)।

এ বিষয়ে বিশেষ প্রশিক্ষণ প্রদানের জন্য বাংলাদেশে এসেছে আরসিএসসি’র দক্ষ প্রশিক্ষক দল। বিডিআরসিএস এর প্রশিক্ষণ বিভাগের আয়োজনে তারা ৫দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করবেন সোসাইটির ১২ জন কর্মকর্তা ও স্বেচ্ছাসেবককে।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে গাজীপুরের চাবাগানে প্রশিক্ষণের উদ্বোধন করেন রেড ক্রস সোসাইটি অব চায়নার ভাইস প্রেসিডেন্ট ও মহাসচিব লি লিডং। উদ্বোধন শেষে তিনি আরসিএসসি’র পক্ষ থেকে পানিতে ডুবে যাওয়া ব্যক্তিদের উদ্ধারে ব্যবহৃত ইনফ্লেটেবল বোটসহ সাড়ে ২৮ লক্ষ টাকা মূল্যের উদ্ধার সরঞ্জামাদি হস্তান্তর করেন বিডিআরসিএস’র ভারপ্রাপ্ত মহাসচিব ইমাম জাফর সিকদারের কাছে। যার মধ্যে রয়েছে ইনফ্লেটেবল বোট ইঞ্জিন, ওয়াটার রেসকিউ স্যুট, হেলমেট, গ্লাভস, লাইফ জ্যাকেট, বুটসহ উদ্ধারকাজে ব্যবহৃত আরো অনেক সরঞ্জাম।

এসময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “চীন বাংলাদেশের বন্ধুপ্রতীম রাষ্ট্র। সাম্প্রতিক বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ঘটে যাওয়া আকস্মিক বন্যায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে এক লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছিলেন চীন সরকার। বন্যাপ্রবণ বাংলাদেশে পানি থেকে জরুরী উদ্ধারের বিষয়টি মাথায় রেখে এখন বিশেষ প্রশিক্ষণ প্রদানে এই সুপ্রশিক্ষিত দল বাংলাদেশে এসেছেন। বিডিআরসিএস, রেড ক্রস সোসাইটি অব চায়নার প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ।” উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রশিক্ষণ বিভাগের পরিচালক ইকরাম ইলাহী চৌধুরী, ঢাকায় চীনা দূতাবাসের থার্ড সেক্রেটারি ঝু ইয়ং, কালচারাল কাউন্সিলার লি শাওপেং সহ সোসাইটির বিভিন্ন বিভাগের পরিচালকগণ ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামী ১ নভেম্বর শেষ হবে প্রশিক্ষণ।

এর আগে গত রবিবার (২৭ অক্টোবর) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তর পরিদর্শন করেন রেড ক্রস সোসাইটি অব চায়নার ভাইস প্রেসিডেন্ট ও মহাসচিব লি লিডং এর নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল। পরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে মতবিনিময়ে অংশ নেন তারা। এসময় দেশব্যাপী সোসাইটির মানবিক কার্যক্রম সম্পর্কে তাদের অবহিত করা হয়।

আরটিভি/ ডিসিএনই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বর্ণাঢ্য আয়োজনে রেড ক্রিসেন্টের বিজয় দিবস উদযাপন
ডেঙ্গু সচেতনতা ও প্রতিরোধে রেড ক্রিসেন্টের ২ মাসের কর্মসূচি
স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে রেড ক্রিসেন্টের সদস্যদের সাক্ষাৎ
জেনেভায় আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ রেড ক্রিসেন্টের অংশগ্রহণ