• ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
logo

ডিএমপির ৭ যুগ্ম পুলিশ কমিশনারকে বদলি

আরটিভি নিউজ

  ২৮ অক্টোবর ২০২৪, ২১:১১
ফাইল ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।

এতে বলা হয়, অপারেশন্স বিভাগের সানা শামীনুর রহমানকে প্রটেকশন অ্যান্ড ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগে, মোহাম্মদ ওসমান গণিকে লজিস্টিকস বিভাগে, গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে যোগদানকৃত) মোহাম্মদ রিয়াজুল হককে অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা দক্ষিণ বিভাগে, সদর দপ্তর ও প্রশাসন বিভাগের উপপুলিশ কমিশনার (যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে যোগদানকৃত) মোহাম্মদ তাহেরুল হক চৌহানকে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমে (সিটিটিসি), গোয়েন্দা গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে যোগদানকৃত) মুহাম্মদ মাহাবুবুর রহমানকে ডিএমপির ট্রেনিং বিভাগে, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের ড. এ এইচ এম কামরুজ্জামানকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত এবং প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের মোহাম্মদ শহীদুল্লাহকে অপারেশন্স বিভাগে বদলি করা হলো।

অফিস আদেশে আরও বলা হয়, অবিলম্বে এটি কার্যকর হবে।

বদলিকৃত কর্মকর্তাদের তালিকা:

আরটিভি/আইএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৪৮ চিকিৎসককে বদলি
ইসির ৬২ কর্মকর্তাকে বদলি-পদায়ন
পুলিশের ৬৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি
ডিবির সেই ডিসিকে বদলি