• ঢাকা বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
logo

ডিএমটিসিএলে নিয়োগ নিয়ে প্রতারণা, বিশেষ সতর্কবার্তা

আরটিভি নিউজ

  ৩০ অক্টোবর ২০২৪, ১৮:০৬
ডিএমটিসিএলে নিয়োগ নিয়ে প্রতারণা, বিশেষ সতর্কবার্তা
ফাইল ছবি

মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডে (ডিএমটিসিএল) নিয়োগ নিয়ে প্রতরণার অভিযোগে বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) বিকেলে ডিএমটিসিএল ভেরিফাই ফেসবুক পেজে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে অনুরোধ জানানো হয়।

এতে বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিভিন্ন অনলাইন ওয়েবসাইট/অ্যাপের মাধ্যমে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর নিয়োগ বিজ্ঞপ্তির নামে আবেদন ফরম ও টাকা জমাদানের বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে।

‘ডিএমটিসিএলের সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি বহুল প্রচারিত দৈনিক পত্রিকা, ডিএমটিসিএলের নিজস্ব ওয়েবসাইট ও ভেরিফাইড ফেসবুক পেজে এ প্রকাশ করা হয়ে থাকে। উপর্যুক্ত মাধ্যমসমূহ ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি ও অন্যান্য তথ্যাদি দ্বারা কেউ প্রতারিত বা ক্ষতিগ্রস্ত হলে ডিএমটিসিএল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না।’

প্রতারকচক্র থেকে সাবধান থাকার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ডিএমটিসিএল।

আরটিভি/আরএ

মন্তব্য করুন

Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১২ সিটি করপোরেশনে পূর্ণাঙ্গ প্রশাসক নিয়োগ শিগগিরই: হাসান আরিফ
৮ জেলায় নতুন জেলা প্রশাসক
২০০ জনকে নিয়োগ দিচ্ছে দারাজ
একাধিক জনকে নিয়োগ দেবে ইবনে সিনা