• ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
logo

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের পুনরাবৃত্তি উচিত নয়: টুর্ক

আরটিভি নিউজ

  ৩০ অক্টোবর ২০২৪, ১৯:০৬
বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের পুনরাবৃত্তি উচিত নয়: টুর্ক
ফাইল ছবি

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের পুনরাবৃত্তি হওয়া উচিত নয় বলে জানিয়েছেন জতিসংঘের মানবাধিকারবিষয়ক কমিশনার ফলকার টুর্ক।

বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ফলকার টুর্ক বলেন, একটি ভিন্ন বাংলাদেশ দেখছি আমরা। বাংলাদেশে অতীতে যে ধরনের মানবাধিকার লঙ্ঘন হয়েছে তার পুনরাবৃত্তি হওয়া উচিত নয়। জুলাই-আগস্ট মাসে হত্যার যথাযথ তদন্ত এবং বাংলাদেশের আর্থ-সামাজিক সংস্কারে সহায়তা করা জাতিসংঘ মানবাধিকার দপ্তরের অগ্রাধিকার।

এ ছাড়া আওয়ামী লীগের নেতাকর্মী ও সাংবাদিকদের বিরুদ্ধে যথাযথ তদন্ত ছাড়া কিছু মামলা হচ্ছে উল্লেখ করে যথাযথ প্রক্রিয়া অবলম্বনের জন্য তাগিদ দিয়েছেন জতিসংঘের মানবাধিকারবিষয়ক কমিশনার।

গত ২৮ অক্টোবর দিবাগত রা‌তে দুদিনের সফরে ঢাকায় পৌঁছান জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক। এরইমধ্যে ৭ জন উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন তিনি। ঢাকায় জাতিসংঘ মানবাধিকার দপ্তর খোলার বিষয়েও উপদেষ্টাদের সঙ্গে আলোচনা হয়েছে তার।

সবশেষ বুধবার (২০ অক্টোবর) সকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গেও সাক্ষাৎ করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক।

আরটিভি/এসএইচএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে শর্ত শিথিল
বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
পশ্চিমবঙ্গকে অস্থিতিশীল করতে বাংলাদেশিদের প্রবেশ করাচ্ছে বিএসএফ: মমতা
ভারতে হিন্দু নারীকে মারধরের ঘটনা বাংলাদেশের বলে অপপ্রচার