হাসানাত আবদুল্লাহর ছেলে মঈন কারাগারে
যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেপ্তার শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসানাত আবদুল্লাহর ছেলে সেরনিয়াবাত মঈন উদ্দিন আবদুল্লাহকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিন ম্যাজিস্ট্রেট জিয়াদুল হক এ আদেশ দেন।
এর আগে, এদিন পাঁচদিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে আসামির আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত মঈনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রাজধানীর গুলশান-২ থেকে গত ২৫ অক্টোবর দিনগত রাতে মঈন উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালত তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ পণ্ড করতে হামলা চালানো হয়। হামলায় যুবদল নেতা শামীম নিহত হন।
এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়।
আরটিভি/আরএ
মন্তব্য করুন