• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

খালেদা জিয়ার আরেক মামলা বাতিল

আরটিভি নিউজ

  ৩১ অক্টোবর ২০২৪, ১৭:২৩
খালেদা জিয়ার আরেক মামলা বাতিল
ফাইল ছবি

নাশকতার অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ১০ বছর আগে দায়ের করা আরও একটি মামলা বাতিল করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। এ ছাড়া আইনজীবী জয়নুল আবেদীন, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া, ব্যারিস্টার সানজিদ সিদ্দিকীসহ অনেকেই উপস্থিত ছিলেন।

বাসে আগুন দেওয়ার অভিযোগে ২০১৫ সালের ৩ মার্চ রাজধানীর দারুস সালাম থানায় খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করে পুলিশ। পরে মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া। শুনানি নিয়ে ২০১৭ সালের ১৬ মে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা কেন বাতিল করা হবে না এবং মামলার কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। ওই রুলের চূড়ান্ত শুনানি নিয়ে আজ মামলা বাতিল করে রায় দেন আদালত।

এর আগে, বুধবার (৩০ অক্টোবর) নাশকতার অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে করা ১০টি মামলা বাতিল করেন হাইকোর্ট। একইসঙ্গে রাষ্ট্রদ্রোহের একটি মামলাও বাতিল করা হয়।

আরটিভি/আরএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকার হাসিনা আমলের নথি চাওয়ার পরই সচিবালয়ে আগুন: রিজভী
সচিবালয়ে আগুন, ফেসবুকে যা লিখলেন ইঞ্জিনিয়ার ইশরাক
এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর কারাগারে
বিএনপি ক্ষমতা এলে নৃগোষ্ঠীর জন্য আলাদা অধিদপ্তর হবে: প্রিন্স