• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

‘জাতীয় পার্টির রাজনীতি করার অধিকার নেই’

আরটিভি নিউজ

  ৩১ অক্টোবর ২০২৪, ১৯:৩৯
‘জাতীয় পার্টির রাজনীতি করার অধিকার নেই’
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টির (জাপা) রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র, শ্রমিক, জনতা’।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ঢাবির রাজু ভাস্কর্যে মশাল মিছিল শুরুর আগে বক্তারা এ কথা বলেন।

তারা বলেন, আওয়ামী সরকার সারাদেশে গণহত্যা চালিয়েছে। তাদের সন্ত্রাসী অঙ্গসংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু জাতীয় পার্টি আওয়ামী দোসরদের পুনর্বাসিত করার চেষ্টা করছে, যা কখনই মেনে নেওয়া হবে না।

এ সময় জুলাই বিপ্লবে আহত রনি আহমেদ বলেন, একটি মহল আওয়ামী লীগ সরকারকে আবারও দেশে আনার পাঁয়তারা করছে। জাতীয় পার্টি শুরু থেকেই আওয়ামী লীগকে সাপোর্ট দিয়েছে। ফ্যাসিস্ট হাসিনা চলে গেছে, কিন্তু তার দোসররা এখনও রয়ে গেছে।

তিনি আরও বলেন, জাতীয় পার্টি যদি ফ্যাসিস্টদের পুনর্বাসন করার চেষ্টা করে তাদের বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। আমাদের আবার রাজপথে ফিরতে বাধ্য করবেন না।

বক্তব্য শেষে রাজু ভাস্কর্যের সামনে থেকে ‘ছাত্র, জনতা, শ্রমিক’র সদস্যরা মশাল মিছিল নিয়ে জাতীয় পার্টির অফিসের দিকে যাত্রা করেন।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে এক পোস্টে বলেন, জাতীয় বেইমান এই জাতীয় পার্টি অস্ত্রশস্ত্র নিয়ে বিজয়নগরে আমাদের ভাইদের পিটিয়েছে, অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। এবার এই জাতীয় বেইমানদের উৎখাত নিশ্চিত।

আরটিভি/আরএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ.লীগের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে: নুর
বিচারের পর আ.লীগকে নির্বাচন করতে দেওয়া হবে: ড. ইউনূস
নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস বোস কারাগারে
চাঁদপুরে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার