• ঢাকা বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১
logo

অন্তর্বর্তী সরকারের ৩টি লক্ষ্যের কথা জানালেন রিজওয়ানা

আরটিভি নিউজ

  ৩১ অক্টোবর ২০২৪, ২১:১৬
অন্তর্বর্তী সরকারের ৩টি লক্ষ্যের কথা জানালেন রিজওয়ানা
ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের তিনটি লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তিনটি লক্ষ্য তুলে ধরে রিজওয়ানা হাসান বলেন, জুলাই আন্দোলনে গণহত্যাকারীদের বিচার করা হবে। এর পাশাপাশি সংস্কার কাজ চলবে। এরপর নির্বাচন আয়জন করা হবে।

তিনি বলেন, বিগত তিনটি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। এরকম পরিস্থিতি যাতে আর না হয় সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পরিবেশ উপদেষ্টা বলেন, দেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটি করা হয়েছে। নির্বাচনে কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ করবে, সেটি অন্তর্বর্তীকালীন সরকারের বিষয় নয়।

তিনি আরও বলেন, দেশের মানুষ বিভিন্ন খাতে সংস্কার চায়। তাই স্থানীয় সরকার, স্বাস্থ্য, নারী, গণমাধ্যম ও শ্রম খাতে সংস্কারের লক্ষ্যে নতুন পাঁচটি সংস্কার কমিশন গঠন করা হচ্ছে। আগামী রোববারের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে। নির্বাচনের আগে এই সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় যেকোনো প্রকল্প প্রণয়ন থেকে শুরু করে, যথাসময়ে প্রকল্পের কাজ শেষ করা, সাশ্রয়ী করা এবং স্বচ্ছতার সঙ্গে প্রকল্প বাস্তবায়নে একটি যথাযথ পদ্ধতি বের করা হবে বলেও জানান রিজওয়ানা হাসান।

আরটিভি/আরএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মৃত গরুর ছবি দিয়ে অন্তর্বর্তী সরকারের সমালোচনা, যা জানা গেল
সৌদি সফরে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী 
অভ্যুত্থানে শহীদ ও আহতদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে সরকার 
জি নিউজের সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট: প্রেস উইং ফ্যাক্টস