• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

নতুন বেতন কাঠামোসহ ৯ দফা দাবি সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের

আরটিভি নিউজ

  ০২ নভেম্বর ২০২৪, ১৫:৩৩
নতুন বেতন কাঠামোসহ ৯ দফা দাবি সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের
ফাইল ছবি

মন্ত্রিপরিষদ সচিবের কাছে নতুন বেতন কাঠামোসহ ৯ দফা দাবি পেশ করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ।

শনিবার (২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব নিজাম উদ্দিন আহমেদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রিপরিষদ সচিবের কাছে ৯ দফা দাবি পেশের পর যথাযথ কার্যক্রম গৃহীত হওয়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের নেতারা এক জরুরি সভায় মিলিত হন। নিজাম উদ্দিন আহমেদের সঞ্চালনায় উক্ত সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর।

এর আগে পেশকৃত দাবির যৌক্তিকতা বিবেচনা করে ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গত ৩০ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। পেশকৃত দাবির মধ্যে উল্লেখযোগ্য ছিল- সচিবালয়ে কর্মরত নন ক্যাডার ফিডার পদধারীদের প্রাপ্যতানুযায়ী বিভিন্ন ক্যাটাগরির পদ সংরক্ষণ, পদনাম পরিবর্তন, নতুন পে-কমিশন গঠন, ৫০ ভাগ মহার্ঘভাতা, ১০০ ভাগ পেনশন ও ৪০০ ভাগ গ্রাচুইটি সুবিধা প্রদান, বিদ্যমান ২০টি গ্রেডের পরিবর্তে ১০টি গ্রেড প্রবর্তন, সচিবালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির বিদ্যমান পদনাম পরিবর্তন করে যৌক্তিক নাম দেওয়া, বিগত সরকারের আমলে চাকরিচ্যুত, সাময়িক বরখাস্ত, বরখাস্ত ও অন্যায়ভাবে বাধ্যতামূলক অবসরপ্রাপ্তদের ন্যায় পাওনা ফেরত ইত্যাদি।

দাবি পেশকালে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরটিভি/এসএইচএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সচিবালয়ে অগ্নিকাণ্ড বিপ্লব বিরোধী ষড়যন্ত্র, দায়িত্বপ্রাপ্তদের জবাবদিহিতার দাবি
সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে আগের কমিটি বাতিল করে নতুন ৮ সদস্যের কমিটি
জাহাজে ৭ খুন: বিচারের দাবিতে কর্মবিরতির ঘোষণা নৌযান শ্রমিকদের
ষড়যন্ত্র করে সচিবালয়ে আগুন লাগানো হয়েছে: সারজিস