• ঢাকা বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১
logo

গণহত্যা সমর্থনকারীদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই: সোহেল তাজ

আরটিভি নিউজ

  ০২ নভেম্বর ২০২৪, ১৭:৫৯

জুলাই-আগস্ট হত্যাকাণ্ড ও নির্যাতনে সমর্থনকারীদের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ। তিনি বলেন, গত ১৫ বছর ধরে যারা দুর্নীতি, অনিয়ম ও টাকা পাচার করেছে তাদের যারা সমর্থন করেন তাদের সঙ্গেও আমার কোনো সম্পর্ক নেই।

সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

সোহেল তাজ বলেন, দেশ থেকে লাখ লাখ কোটি টাকা পাচার ও কীভাবে দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যাওয়া হয়েছে, তা আমরা স্বচক্ষে দেখেছি। এসব বিষয়ে আমি সত্য কথা বললে, কেউ কিছু মনে করলে আমার কিছু যায় আসে না।

তিনি আরও বলেন, যারা এগুলো দেখেও না দেখোর ভান করে, তাদের সঙ্গে আমার সম্পর্ক নেই। আমি খোলামেলা মানুষ, স্পষ্টবাদী মানুষ। সবার সঙ্গে মিলেমিশে চলতে স্বাচ্ছন্দবোধ করি।

তাজউদ্দীনপুত্র বলেন, মানুষকে মানুষ হিসেবে গ্রহণ করতে পারলে সবাই সমান। ধনদৌলত ও প্রভাব প্রতিপত্তি দিয়ে একজন মানুষকে বিচার করা যায় না। চরিত্র দিয়ে মানুষকে বিচার করতে হয়। আমি সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। এটি আমার পারিবারিক শিক্ষা।

আরটিভি/এআর-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়