চুন্নুর বক্তব্যের ভিডিও শেয়ার করে যা বললেন হাসনাত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টির নেতা ও সাবেক মন্ত্রী মুজিবুল হক চুন্নুর জাতীয় সংসদে দেওয়া বক্তব্যের একটি ছোট্ট ভিডিও ক্লিপ শেয়ার করেছেন।
শনিবার (২ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এটি শেয়ার করেন তিনি।
ভিডিওটি শেয়ার করে হাসনাত আবদুল্লাহ লিখেছেন, বাংলাদেশের তথাকথিত সুশীল সমাজের অংশীজনরা যা বলতেন তা শুনলে চব্বিশ সালে হাসিনার ফ্যাসিজমের উপসংহার রচিত হতো না। তারা এখন যা বলছেন, শুনলে বাংলাদেশের বিদ্যমান সমাজ কাঠামোর আমূল পরিবর্তন হবে না।’
ভিডিওতে মুজিবুল হক চুন্নুকে বলতে শোনা যায়, ‘২০১৪ সালে জাতীয় নির্বাচন নিয়ে যখন অনিশ্চয়তা দেখা দিয়েছিল, তখন আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতারাও কেউ কেউ বলেছিলেন পরিস্থিতি ভালো না, নির্বাচন হবে না। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করলাম। তিনি বললেন, কেউ আসুক বা না আসুক গণতন্ত্রের সুষ্ঠু ধারা বজায় রাখার জন্য নির্বাচন হবে। তোমরা নির্বাচন করো। আমরা নির্বাচন করলাম। আমাদেরকে তিনটি মন্ত্রণালয় দেওয়া হলো। আমরা আওয়ামী লীগের সঙ্গে জোট করেছি।তিনি আরও বলেন, আমরা কি আওয়ামী লীগকে তিন-চারবার সমর্থন দিয়ে ক্ষমতায় আসতে সাহায্য করিনি। তাহলে এত কথা কেন।’
আরটিভি/এআর-টি
মন্তব্য করুন