• ঢাকা সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১
logo

একযোগে ৬৪ জেলায় খাল-জলাশয় পরিচ্ছন্নকরণ অভিযান শুরু

আরটিভি নিউজ

  ০২ নভেম্বর ২০২৪, ২১:৩২

জাতীয় যুব দিবস-২০২৪ উপলক্ষে একযোগে দেশের ৬৪ জেলায় নির্বাচিত ৬৪ খাল-জলাশয় পরিচ্ছন্নকরণ অভিযান শুরু হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) পানিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় ও যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে রাজধানীর রামপুরায় ত্রিমোহিনী ঈদগাহ মাঠে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রামপুরা-জিরানী খাল পরিচ্ছন্নকরণ অভিযানের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহিদী। স্বাগত বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পানিসম্পদ সচিব নাজমুল আহসান।

যুব দিবসের এই আয়োজনে খাল পরিষ্কার অভিযান কার্যক্রমে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে অংশগ্রহণ করে ঢাকা জেলার গুলশান ইউনিটের তরুণদের সংগঠন ‘ইয়ুথ ন্যাশন’। ইয়ুথ ন্যাশনের প্রেসিডেন্ট তানজিম রিফাত বলেন, আমাদের যুব উন্নয়ন অধিদপ্তরের ডিজি স্যার যখন এরকম একটি উদ্যোগের আইডিয়াকে সবার সামনে নিয়ে আসেন, আমরা ইয়ুথ ন্যাশনের পক্ষ থেকে সর্বাত্মকভাবে জড়িত হই। এবং যুব উন্নয়ন অধিদপ্তরের একজন অংশীজন হিসেবে এই আয়োজনকে সফল করতে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার প্রচেষ্টা চালাই এবং সফলকাম হই। আমাদের স্বেচ্ছাসেবকগণ যুব দিবস ২০২৪-কে সফল করতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। ঢাকা শহরকে বাসযোগ্য ও নিরাপদ শহরে পরিণত করতে বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়ন নিয়ে আসা ব্যতীত আমাদের আর কোনো উপায় নেই।

ডিএনসিসি প্রশাসক মো. মাহমুদুল হাসান সকালেই রামপুরা খাল পরিষ্কার অভিযান কার্যক্রমটি পরিদর্শন করেছেন, এবং নিয়মিত তদারকি করছেন। পরিচ্ছন্নকরণ কার্যক্রম পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ ফিদা হাসান, ইয়ুথ ন্যাশন এর স্বেচ্ছাসেবীরা।

আরটিভি/এআর-টি

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘নিপুণের নামে ৬৪ জেলায় মামলা হচ্ছে’