• ঢাকা রোববার, ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১
logo

বিদেশি মিশনগুলোতে কূটনীতিকরা কে কোথায় দায়িত্ব পাচ্ছেন

আরটিভি নিউজ

  ০২ নভেম্বর ২০২৪, ২২:৫২
ফাইল ছবি

বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনগুলোর কিছু পেশাদার কূটনীতিকের দায়িত্ব পরিবর্তন, মিশন পরিবর্তন ও ঢাকায় ফেরানো হচ্ছে। সেই সঙ্গে ঢাকার সদর দপ্তর থেকে কিছু কূটনীতিকে নতুন দায়িত্বে পাঠানো হচ্ছে।

শনিবার (২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকার কূটনৈতিক সূত্রগুলো সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

জানা গেছে, বাংলাদেশ ডেপুটি হাইকমিশন করাচির ডেপুটি হাইকমিশনার হচ্ছেন বর্তমানে ডেনমার্কের বাংলাদেশ দূতাবাসে মিনিস্টার (পলিটিক্যাল) এবং হেড অব চ্যান্সারি মুহাম্মদ সাকিব সাদাকাত। বাংলাদেশ সহকারী হাইকমিশন বার্মিংহামে (যুক্তরাজ্য) সহকারী হাইকমিশনারের দায়িত্ব পাচ্ছেন ভারতস্থ বাংলাদেশ উপহাইকমিশন, চেন্নাইয়ের উপহাইকমিশনার শেলী সালেহীন। চেন্নাইয়ে উপহাইকমিশনার হচ্ছেন বার্মিংহামের সহকারী হাইকমিশনার মো. আলীমুজ্জামান। ইস্তাম্বুল বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল হচ্ছেন বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মুহাম্মদ মিজানুর রহমান।

কিছু পেশাদার কূটনীতিকে ঢাকায় ফেরানো হচ্ছে। তারা হলেন, বাংলাদেশ ডেপুটি হাইকমিশন কলকাতায় বর্তমানে মিনিস্টার (পলিটিক্যাল) এবং হেড অব চ্যান্সারি সিকদার মোহাম্মদ আশরাফুর রহমান। বাংলাদেশ দূতাবাস মাস্কাটের মিনিস্টার (পলিটিক্যাল) এবং হেড অব চ্যান্সারি মৌসুমী রহমান।

অন্যদিকে, দিল্লির বাংলাদেশ হাইকমিশনে কাউন্সেলর হচ্ছেন বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের পরিচালক সামিয়া ইসরাত রনি এবং আন্তর্জাতিক সংস্থাসমূহ অনুবিভাগের পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ্‌-আল-মামুন।

নাম না প্রকাশের শর্তে ঢাকার এক কূটনীতিক বলেন, এসব পরিবর্তন ছাড়াও নিচের দিকের কিছু পোস্টেও পরিবর্তন আনা হচ্ছে।

আরটিভি/এসএপি-টি

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লেবানন থেকে আজ দেশে ফিরছেন আরও ৩১ প্রবাসী
প্রধান উপদেষ্টার পিএস হলেন কূটনীতিক মোজাম্মেল হক
জার্মানিতে ইসরায়েলি দূতাবাসে হামলার পরিকল্পনা, আটক ১
লেবানন থেকে বুধবার দেশে ফিরছেন আরও ৬৫ প্রবাসী