প্রশাসনের কাছে জিম্মি ছিল উন্নয়ন পরিস্থিতি: ড. দেবপ্রিয়
দেশের উন্নয়ন পরিস্থিতি প্রশাসনের কাছে জিম্মি ছিল বলে মন্তব্য করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য। বিগত সরকারের আমলে প্রায় সব প্রকল্পই রাজনৈতিক প্রভাবে অনুমোদন হয়েছে বলেও জানান তিনি।
রোববার (৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের এনইসি ভবনে ৮৫ জন উচ্চপদস্থ কর্মকর্তা, ৩২ জন সচিব এবং সিনিয়র সচিবদের সঙ্গে বৈঠক শেষে এসব মন্তব্য করেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
তিনি বলেন, উন্নয়ন বয়ানের পরিস্থিতি নিয়ে আজ আলোচনা হয়েছে। উন্নয়ন পরিস্থিতিটা পুরোটাই প্রশাসনের কাছে জিম্মি ছিল। মিটিংয়ে সচিব ও কর্মকর্তারা জানিয়েছেন, তারা পুরোটাই পরিস্থিতির শিকার ছিলেন। কেউ কেউ হেনস্থার শিকার হয়েছেন বলেও জানান তারা।
ড. দেবপ্রিয় বলেন, বিগত সরকারের আমলে প্রকল্প অনুমোদনে ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব ছিল। প্রায় সব প্রকল্পই রাজনৈতিক প্রভাবে অনুমোদন হয়েছে। শুধু তাই নয়, সেই সময় উন্নয়নের নামে যে বয়ান সৃষ্টি করা হয়েছিল, এর বিপক্ষে কেউ কিছু করতে গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরটিভি/এসএইচএম-টি
মন্তব্য করুন