• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

সৎ, নির্ভীক ও দক্ষ লোক নিয়োগ দিয়ে ইসি গঠন হবে: মন্ত্রিপরিষদ সচিব

আরটিভি নিউজ

  ০৩ নভেম্বর ২০২৪, ১৭:২৪
সৎ, নির্ভীক ও দক্ষ লোক নিয়োগ দিয়ে ইসি গঠন হবে: মন্ত্রিপরিষদ সচিব
ফাইল ছবি

আইন অনুযায়ী সৎ, নির্ভীক ও দক্ষ লোক নিয়োগ দিয়ে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশিদ।

রোববার (৩ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে গঠিত সার্চ কমিটি প্রথমবারের মতো বৈঠকে বসেছে বলেও জানিয়েছেন তিনি। রোববার বিকেলে সুপ্রিম কোর্টে সার্চ কমিটির বৈঠকটি বসে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, নির্বাচন কমিশন গঠনে আইন অনুযায়ী সৎ, নির্ভীক ও দক্ষ লোক নিয়োগ করা হবে। আইনে তাই বলা হয়েছে। আমি সার্চ কমিটির সদস্য নই। আমরা কমিটিকে সচিবিক সহায়তা দেব।

তিনি বলেন, সার্চ কমিটির মিটিং বসেছে এবং মিটিংয়ে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপগুলো নেওয়া হবে। সার্চ কমিটি তাদের কর্মপদ্ধতি ঠিক করবে। অন্যান্য কাজগুলো কীভাবে হবে, আজ সেটি তারা নির্ধারণ করবেন।

কবে নাগাদ নির্বাচন কমিশন গঠন হবে, তার জবাবে আবদুর রশিদ বলেন, আইন অনুযায়ী এই কমিটি ১৫ কর্মদিবসের মধ্যে সুপারিশ দেবে। এরপর রাষ্ট্রপতি কবে নির্বাচন কমিশন গঠন করবেন, সেটা তো আমরা বলতে পারবো না।

প্রসঙ্গত, গত ৩১ অক্টোবর নতুন একটি নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে সুপারিশ দিতে সার্চ কমিটি গঠন করে সরকার। ছয় সদস্য বিশিষ্ট এ সার্চ কমিটির আহ্বায়ক আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন হাইকোর্টের জ্যেষ্ঠ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। কমিটিতে রাষ্ট্রপতি মনোনীত দুজন বিশিষ্ট নাগরিক সদস্য হলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক জিন্নাতুন নেছা তাহমিদা বেগম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার।

এছাড়া আইন অনুযায়ী পদাধিকারবলে সদস্য হিসেবে আছেন বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম এবং পিএসসির চেয়ারম্যান মোবাশ্বের মোনেম।

এই সার্চ কমিটি ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ মোতাবেক দায়িত্ব ও কার্যাবলী সম্পন্ন করবে। আর কমিটির কার্য সম্পাদনে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে মন্ত্রিপরিষদ বিভাগ।

আরটিভি/এসএইচএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘আইসিসি যা বলবে আমরা মেনে নেব’, পাকিস্তান ইস্যুতে বিসিসিআই সচিব
স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন নিয়ে ভাবছে কমিশন: ইসি মাছউদ
ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের আয়োজনে ‘পিঠা উৎসব’  
এনআইডির জরুরি সেবা অব্যাহত রাখতে ইসির নির্দেশনা