• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

অনিবন্ধিত প্রতিষ্ঠান থেকে কীটনাশক আমদানি, তদন্তের নির্দেশ হাইকার্টের

আরটিভি নিউজ

  ০৪ নভেম্বর ২০২৪, ১৩:৫৫
ফাইল ছবি

অনিবন্ধিত প্রতিষ্ঠান থেকে কৃষিজমিতে ব্যবহার করা কীটনাশক আমদানির বিষয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে আগামী ৬০ কর্মদিবসের মধ্যে কৃষি, বাণিজ্য, পরিবেশ মন্ত্রণালয় ও এনবিআরকে এ বিষয়ে তদন্ত প্রতিবদেন দিতে বলা হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি আকরাম হোসেইন চৌধুরী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন।

একইসঙ্গে অনিবন্ধিত প্রতিষ্ঠান থেকে কৃষিতে কীটনাশক আমদানি বন্ধে সংশ্লিষ্টদের নিস্ক্রিয়তা কেন অবৈধ নয়, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।

এ প্রসঙ্গে রিটকারী আইনজীবী ব্যারিস্টার সালেকজুজ্জামান সাগর গণমাধ্যমকে বলেন, আগামী ৬০ দিনের মধ্যে কৃষি, বাণিজ্য, পরিবেশ মন্ত্রণালয় ও এনবিআর তদন্ত করে একটি প্রতিবেদন হাইকোর্টে দাখিল করবে। নিবন্ধিত কয়েকটি প্রতিষ্ঠান থেকে কীটনাশক আমদানি করার কথা থাকলেও অনেক অনিবন্ধিত প্রতিষ্ঠান কীটনাশক আমদানি করছে।

তিনি আরও বলেন, ২০২৫ সালের ৪ জানুয়ারি এ বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

আরটিভি/আইএম/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, তদন্ত কমিটি
আন্দোলনের পক্ষে ছিলাম, আমাকে বাঁচান: সাবেক ওসি মাজহারুল
সাবেক ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত ১ মাসে শেষ করার নির্দেশ
হাইকোর্টের ৩ বিচারপতির পদত্যাগ