• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

জেনেভায় আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ রেড ক্রিসেন্টের অংশগ্রহণ

আরটিভি নিউজ

  ০৪ নভেম্বর ২০২৪, ১৯:০৯
রেড ক্রিসেন্ট
ছবি: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) এবং আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি)-এর যৌথ আয়োজনে ৩৪তম আন্তর্জাতিক সম্মেলন (সংবিধিবদ্ধ) সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পাঁচ সদস্যের প্রতিনিধি দল।

বৈঠকে জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন অংশগ্রহণকারীরা। আন্তর্জাতিক পর্যায়ের এ সম্মেলনে বিশ্বব্যাপী মানবিক সংকট মোকাবিলায় সংকট বিষয়ে আলোকপাত করা হয়।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও আইএফআরসি’র গভর্নিং বোর্ডের সদস্য মেজর জেনারেল (অব.) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে অংশগ্রহণ করা অন্য সদস্যরা হলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম এনডিসি, উপমহাসচিব সুলতান আহমেদ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক আরিফা এম সিনহা।

বিশ্বব্যাপী মানবিক সমস্যা মোকাবিলায় আন্দোলন, ঐক্য ও সমন্বয় বৃদ্ধিতে কাউন্সিল অব ডেলিগেটস রেড ক্রস এবং রেড ক্রিসেন্টের জন্য একটি কৌশলগত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। ৩৪তম আন্তর্জাতিক সম্মেলন এমন একটি মঞ্চ যেখানে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মাধ্যমে সম্মিলিতভাবে মূলধারার মানবিক কর্মকাণ্ড বিষয়ে অঙ্গীকারবদ্ধ হতে চেষ্টা করা হয়। জেনেভায় জাতিসংঘের কার্যালয় ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয় প্রতিনিধি হিসেবে কাউন্সিল অব ডেলিগেটস এবং আন্তর্জাতিক সম্মেলনে উপস্থিত ছিলেন।

আর্থসামাজিক সংকট ও সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও বিগত সাত বছর ধরে বাংলাদেশ ১২ লাখের বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত মায়ানমারের নাগরিকদের জন্য প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদান করছে বলে আন্তর্জাতিক সম্মেলনে উপস্থিত সকলকে অবগত করেন তারেক মো. আরিফুল ইসলাম। মায়ানমারে বাস্তুচ্যুতদের নিরাপদ প্রত্যাবর্তন না হওয়া পর্যন্ত তাদের কষ্ট লাঘবে বিশ্বব্যাপী রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট কর্ণধার, উপস্থিত সকল রাষ্ট্রীয় প্রতিনিধি ও উন্নয়ন সহযোগীদের আর্থিক অনুদানসহ সব ধরনের সহায়তা অব্যাহত রাখতে অনুরোধ জানান তিনি।

সম্মেলনে বিশ্বব্যাপী রেড ক্রস রেড ক্রিসেন্ট আন্দোলনের ১৯১টি সদস্য দেশের মধ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধিদল জাতীয় সোসাইটির প্রতিনিধিত্ব করে। এ বছর সম্মেলনে ৯টি প্রস্তাব গৃহীত হয় এবং মূল প্রস্তাব চূড়ান্ত করতে সক্রিয় ভূমিকা পালন করেছে বাংলাদেশ প্রতিনিধিদল। প্রস্তাবনায় প্রয়োজনীয় মানবিক সংকট মোকাবিলায় দৃঢ় প্রতিশ্রুতির ওপর জোর দেওয়া হয়। একইসঙ্গে দুর্যোগে সুরক্ষা ব্যবস্থা বৃদ্ধি, আগাম সতর্কতা, মানবিক সাড়াদান পদ্ধতি উন্নত করা এবং অভিবাসন কৌশল ২০২৪-২০৩০ গ্রহণ করা হয়।

আরটিভি/এএইচ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে রেড ক্রিসেন্টের সদস্যদের সাক্ষাৎ
বাংলাদেশ রেড ক্রিসেন্টকে প্রশিক্ষণ ও সরঞ্জামাদি দিল চায়না রেড ক্রস
জেনেভায় বিধিবদ্ধ সভায় যোগ দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট
রেড ক্রিসেন্টের উদ্যোগে ৩৫০ শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ