পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পিস্তল 

আরটিভি নিউজ

বুধবার, ০৬ নভেম্বর ২০২৪ , ০২:০৫ পিএম


পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেলো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পিস্তল 
ফাইল ছবি

রাজধানীর মনিপুরী এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের লাইসেন্সকৃত পিস্তল উদ্ধার করেছে তেজগাঁও থানা পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার (৬ নভেম্বর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

এর আগে, গত ৪ নভেম্বর আসাদুজ্জামান খান কামালের নয়টি ব্যাংক অ্যাকাউন্টে থাকা ১২ কোটি ১১ লাখ ৯৪ হাজার ১৮০ টাকা স্থগিতের আদেশ দেন আদালত।

বিজ্ঞাপন

স্থগিত হওয়া ব্যাংক হিসাবের মধ্যে জনতা ব্যাংক পিএলসিতে ৫ কোটি ৪৪ লাখ ৮২ হাজার ৫১২ টাকা, ইউনিয়ন ব্যাংক পিএলসির তিনটা হিসাবে ৩ কোটি ৬১ লাখ ৪৬ হাজার ৫৯৪ টাকা, সীমান্ত ব্যাংক পিএলসিতে ১ কোটি ৩৭ লাখ ৪৫ হাজার ৫৯৬ টাকা, সিটি ব্যাংক পিএলসির তিনটা হিসাবে ১ কোটি ৫৯ লাখ ৫২ হাজার ৪২৬ টাকা ও সোনালী ব্যাংক পিএলসিতে ৮ লাখ ৬৭ হাজার টাকা রয়েছে।

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান ও কন্যা সাফিয়া তাসনিম খানসহ ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission