• ঢাকা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১
logo

আবু সাঈদের পরিবারকে যে প্রতিশ্রুতি দিলেন ড. ইউনূস

আরটিভি নিউজ

  ০৬ নভেম্বর ২০২৪, ১৬:৫৫
ছবি: সংগৃহীত

আবু সাঈদের পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমার দরজা তোমাদের জন্য সবসময় খোলা থাকবে। আমি সবসময় তোমাদের সঙ্গে থাকবো।

বুধবার (৬ নভেম্বর) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন শহীদ আবু সাইদের দুই ভাই, তখন তিনি এ মন্তব্য করেন।

এ সময় আবু সাইদের পরিবারের জন্য সম্ভাব্য সব সহায়তার আশ্বাস দেন অধ্যাপক ইউনূস। তিনি বলেন, দ্রুত আবু সাঈদ হত্যার তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিতের নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার।

ড. ইউনূস বলেন, আবু সাঈদ জাতির জন্য যা করেছেন, তা বাংলাদেশ কখনও ভুলবে না। তার আত্মত্যাগ স্বৈরাচারের বিরুদ্ধে গণ-অভ্যুত্থানে বিরাট ভূমিকা রেখেছিল।

সাক্ষাৎকালে আবু সাঈদের দুই ভাই গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টার দেওয়া ভাষণে আবু সাঈদ এবং অন্য শহীদদের আত্মত্যাগের কথা স্বীকার করায় কান্নায় ভেঙে পড়েন। তারা বলেন, জাতিসংঘের ভাষণে যখন আবু সাঈদের নাম আপনি বলছিলেন, বিপ্লবে তার বীরত্বপূর্ণ ভূমিকা তুলে ধরছিলেন তখন আমরা সম্মানিতবোধ করেছিলাম।

প্রধান উপদেষ্টা হওয়ার একদিন পর রংপুরে তাদের গ্রামে দেখা করতে যাওয়ায় আবু সাঈদের বড় ভাই রমজান আলী ড. ইউনূসের প্রতি কৃতজ্ঞতা জানান।

আবু সাঈদের আরেক ভাই আবু হোসেন বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে যখন আমরা পোডিয়ামে দাঁড়িয়েছিলাম এবং সৈন্যরা আমাদের গার্ড স্যালুট দিয়ে সম্মানিত করেছিল, তখন আমরা কেমন অনুভব করেছিলাম তা আমি বলতে পারব না।

আবু সাঈদের নামে একটি ফাউন্ডেশন স্থাপনের কথা জানিয়েছেন আবু হোসেন। ফাউন্ডেশন দরিদ্র ও জুলাই-আগস্টের অভ্যুত্থানে নিহতদের জন্য কাজ করবে বলেও জানান তিনি। এ ছাড়া আবু সাঈদের স্মরণে তাদের গ্রামে একটি মডেল মসজিদ এবং একটি মেডিক্যাল কলেজ তৈরি করতে চান তার ভাইয়েরা। এ বিষয়ে সহায়তার জন্য দুটি মন্ত্রণালয়ে আবেদন করেছেন তারা।

আরটিভি/একে/এসএ

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডোনাল্ড ট্রাম্পকে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের শুভেচ্ছা
প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
নতুন পরিকল্পনা কমিশন গঠন, চেয়ারম্যান প্রধান উপদেষ্টা
উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে শহীদ আবু সাঈদের পরিবারের সাক্ষাৎ