৯৯৯ নম্বরে ফোন কলে পল্লীবিদ্যুতের চোরাই তার উদ্ধার
মৌলভীবাজারের কুলাউড়া থানাধীন ১ নম্বর ওয়ার্ড থেকে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ ফোন করে জানান, সেখানে পল্লীবিদ্যুতের সঙ্ঘবদ্ধ তার চোর চক্রের সন্দেহভাজন চারজন চোরকে চোরাই তার সহ আটক করে রাখা হয়েছে। এখন উত্তেজিত লোকজন তাদের উত্তম-মধ্যম দিচ্ছেন। চোরদের আইনের কাছে সোপর্দ করার জন্য কলার দ্রুত পুলিশি সহায়তার জন্য অনুরোধ জানান।
বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় ৯৯৯ থেকে সংবাদ পেয়ে কুলাউড়া থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে চারজন সন্দেহভাজন চোরকে গ্রেপ্তার করে ও চোরাই তার উদ্ধার করে। তারের আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা বলে জানা যায়। গ্রেপ্তারকৃতরা হলেন—সেলিম মিয়া (২৪), তোফায়েল (২৪), রুবেল মিয়া (২৫) এবং রাজিব মিয়া (২৫)। কুলাউড়া থানায় এ সংক্রান্তে একটি মামলা রুজু করা হয়েছে।
স্ত্রীর ফোনে আত্মহত্যার প্রচেষ্টাকালে স্বামী উদ্ধার
বরিশাল নগরীর কোতোয়ালী থানাধীন কারিগর বিড়ি ফ্যাক্টরি নিকটবর্তী এলাকা থেকে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, বরগুনার আমতলীতে অবস্থানরত তার স্বামী পারিবারিক ও আর্থিক বিভিন্ন ব্যাপারে হতাশাগ্রস্ত হয়ে ভিডিওকলে তাকে আত্মহত্যা করার কথা বলেছেন। এ অবস্থায় উদ্বিগ্ন কলার জরুরিভিত্তিতে পুলিশি সহায়তার জন্য অনুরোধ জানান।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে ৯৯৯ থেকে সংবাদ পেয়ে আমতলী থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আত্মহত্যা প্রচেষ্টাকারী ব্যক্তিকে তার বাড়িওয়ালার উপস্থিতিতে বুঝিয়ে রুম থেকে বের করে আনে। পরে বরিশাল থেকে পরিবার এসে পৌঁছালে তাকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
আরটিভি/ডিসিএনই
মন্তব্য করুন