• ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
logo

প্রায় ৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ২১ প্রতিষ্ঠানকে জরিমানা

আরটিভি নিউজ

  ০৭ নভেম্বর ২০২৪, ২১:৪৮
প্রায় ৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ২১ প্রতিষ্ঠানকে জরিমানা
ফাইল ছবি

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের ঘোষণা মোতাবেক সারাদেশে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (৭ নভেম্বর) ১৪টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ২১ প্রতিষ্ঠানকে ৬৬ হাজার ১০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হরেছে। এ সময় চার হাজার ৮৪৫ কেজি পলিথিন জব্দ এবং একটি পলিথিন উৎপাদনকারী কারখানা সিলগালা করা হয়।

অন্যদিকে, নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমীর নেতৃত্বে ঢাকা মহানগরের মালিবাগ কাঁচাবাজার এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

এ সময় চারটি প্রতিষ্ঠানকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। একইসঙ্গে ১৬ কেজি পলিথিন জব্দ করা হয়।

পরিবেশ অধিদপ্তর কর্তৃক দূষণ বিরোধী এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/আরএ

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকার খাল দখলমুক্ত করতে কর্মপরিকল্পনা প্রণয়ন চলছে: পরিবেশ উপদেষ্টা
কসবায় ১২০ কেজি পলিথিন জব্দ, জরিমানা
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, ৫০ হাজার টাকা জরিমানা
ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ৫৯ লাখ টাকা জরিমানা