• ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
logo

চিকিৎসা শেষে ফের ডিবি হেফাজতে শাজাহান খান

আরটিভি নিউজ

  ০৭ নভেম্বর ২০২৪, ২৩:১৩
ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা শেষে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানকে ফের ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে ঢামেক হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে ছাড়পত্র দেন চিকিৎসক।

এর আগে, সোমবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ডিবি কার্যালয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ঢামেক হাসপাতালে আনা হয়। সেখানে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মুজাহিদুল ইসলাম জানান, যাত্রাবাড়ী থানার একটি মামলায় রিমান্ডে থাকা অবস্থায় ডিবি কার্যালয় অসুস্থ হয়ে পড়েন নৌপরিবহন মন্ত্রী। পরে তাকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেলের সিসিইউতে ভর্তি করা হয়। আজ দুপুরের দিকে চিকিৎসা শেষে তাকে আবার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

আরটিভি/একে/এআর

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসা দিতে ঢাকায় ব্রিটিশ মেডিকেল টিম
আন্দোলনে আহতদের সুচিকিৎসা সর্বোচ্চ অগ্রাধিকার: স্বাস্থ্য উপদেষ্টা
রিমান্ডে অসুস্থ হয়ে ফের ঢামেকে শাহজাহান খান
পটিয়ায় গরু চুরিতে বাধা, ৩ খামারি গুলিবিদ্ধ