• ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
logo

চীন সফরে গেলেন বিমানবাহিনী প্রধান

আরটিভি নিউজ

  ০৮ নভেম্বর ২০২৪, ১৮:৫৮
চীন সফরে গেলেন বিমানবাহিনী প্রধান
ফাইল ছবি

বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সরকারি সফরে আজ (শুক্রবার) চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, বিমানবাহিনী প্রধান কমান্ডার অব দ্য চাইনিজ পিএলএ এয়ারফোর্সের আমন্ত্রণে ৯-১৫ নভেম্বর চীন সফর করবেন। সফরকালে বিমানবাহিনী প্রধান চীনে অনুষ্ঠাতব্য চায়না ইন্টারন্যাশনাল অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস এক্সিবিশন ও এ সংক্রান্ত বিভিন্ন ফোরামে অংশগ্রহণ করবেন।

এছাড়া বিমানবাহিনী প্রধান চাইনিজ পিএলএ এয়ারফোর্সের বিভিন্ন ইউনিট ও কলেজ এবং চায়না ন্যাশনাল অ্যারো-টেকনোলজি ইনপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন হেডকোয়ার্টার্স পরিদর্শন করবেন।

আইএসপিআর আরও জানায়, বিমানবাহিনী প্রধানের এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে, যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।

সফর শেষে আগামী ১৬ নভেম্বর দেশে ফিরবেন হাসান মাহমুদ খাঁন।

আরটিভি/আরএ

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চীনের উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপির ৪ নেতা
ধর্ষণ মামলার আসামি ২ চীনা নাগরিক গ্রেপ্তার
ট্রাম্পের জয়, যেভাবে সম্পর্ক এগিয়ে নিতে চায় চীন
চীন সফরে যাচ্ছেন রিজভীসহ বিএনপির ৪ নেতা