• ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১
logo

লেবানন থেকে মঙ্গলবার ফিরবেন আরও ৯৫ প্রবাসী

আরটিভি নিউজ

  ০৯ নভেম্বর ২০২৪, ১২:১৭
লেবানন
ফাইল ছবি

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে নবম দফায় দেশে ফিরবেন আরও ৯৫ জন প্রবাসী। মঙ্গলবার (১২ ন‌ভেম্বর) তাদের দেশে ফেরার কথা রয়েছে।

শুক্রবার (৮ ন‌ভেম্বর) স্থানীয় সময় রা‌তে বৈরু‌তের বাংলা‌দেশ দূতাবাস এই তথ্য জা‌নি‌য়ে‌ছে।

বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, লেবাননে চলমান যুদ্ধপরিস্থিতির কারণে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা স্বেচ্ছায় দেশে যেতে দূতাবাস বরাবর আবেদন করেছেন এমন ৯৫ বাংলা‌দে‌শিকে আগামী মঙ্গলবার বৈরুত থে‌কে দুবাই হ‌য়ে দেশে নেওয়া হবে। তারা ওইদিন সকা‌লে বৈরু‌তের র‌ফিক হা‌রি‌রি আন্তর্জা‌তিক বিমানবন্দর থে‌কে সকাল ৭টা ২০ মি‌নিটে রওনা হয়ে রাত ১১টা ২০ মি‌নি‌টে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জা‌তিক বিমানবন্দরে পৌঁছা‌নোর কথা র‌য়ে‌ছে।

এ পর্যন্ত লেবানন থে‌কে ৫২১ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। আর লেবানন থেকে দেশে ফিরতে নিবন্ধন করেছেন ১ হাজার ৮০০ বাংলাদে‌শি। যাদের পাসপোর্ট, আকামাসহ আবশ্যক ট্রাভেল ডকুমেন্টস প্রস্তুত রয়েছে তাদের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে দূতাবাসের ব্যবস্থাপনায় দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

এর আগে, গত ২১ অক্টোবর প্রথম দফায় ৫৪ জন দেশে ফেরেন। এরপর ২৩ অক্টোবর দুটি ফ্লাইটে আরও ৯৬ জন দেশে ফিরে এসেছেন। এ নিয়ে এখন পর্যন্ত ১৫০ জনকে দেশে ফেরত আনা হয়েছে।

উল্লেখ্য, লেবাননে অবস্থানরত যেসব প্রবাসী বাংলাদেশি ফিরে আসতে অনিচ্ছুক তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করেছে বাংলাদেশের দূতাবাস।

আরটিভি/এএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লেবানন-তিউনিশিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৬১ প্রবাসী
গাজা ও লেবাননজুড়ে ইসরায়েলি বর্বরতায় নিহত ১০৭
রাতে লেবানন থেকে দেশে ফিরছেন আরও ৯৫ জন
ফিলিস্তিন-লেবাননে হামলা, আলোচনায় সৌদিতে আরব-মুসলিম নেতারা