• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

রিমান্ডে অসুস্থ পলক, নেওয়া হলো হাসপাতালে

আরটিভি নিউজ

  ০৯ নভেম্বর ২০২৪, ২২:৩৩
রিমান্ডে অসুস্থ পলক, নেওয়া হলো হাসপাতালে
ফাইল ছবি

রিমান্ডে অসুস্থ হয়ে পড়ায় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে হাসপাতালে নেওয়া হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) রাতে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জুনায়েদ আহমেদ পলক যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় রিমান্ডে ছিলেন। বর্তমানে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন তিনি।

এর আগে, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৪ আগস্ট রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকাবস্থায় পলককে গ্রেপ্তার করা হয়।

পরদিন রাজধানীর পল্টনে কামাল মিয়া নামে এক রিকশাচালককে হত্যা মামলায় তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর অন্য মামলায়ও গ্রেপ্তার দেখানো হয় তাকে, নেওয়া হয় রিমান্ডে।

উল্লেখ্য, দেশের তথ্য ‌ও প্রযুক্তি খাতের অন্যতম মাফিয়া জুনাইদ আহমেদ পলক আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে কয়েক হাজার কোটি টাকা লোপাট করেছেন। শুধু পলক নয়, হাজার কোটি টাকার মালিক হয়েছেন তার স্ত্রী আরিফা জেসমিন কনিকাও। সিঙ্গাপুর, মালয়েশিয়া আমেরিকায় গড়েছেন সম্পদের পাহাড়।

আরটিভি/আরএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী রিভা কারাগারে, সিয়াম-নাঈম রিমান্ডে
হাসপাতাল থেকে নবজাতক চুরি
ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৫ জনের
সাবেক এমপি লতিফ আরও দুদিনের রিমান্ডে