• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

সরকারের সিদ্ধান্ত পেলেই আ.লীগের বিচারকাজ শুরু হবে: তাজুল ইসলাম

আরটিভি নিউজ

  ১০ নভেম্বর ২০২৪, ১১:৪৬
ফাইল ছবি

অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত পেলেই দল হিসেবে আওয়ামী লীগের বিচারকাজ শুরু হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

রোববার (১০ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুরাতন ভবনের সংস্কার কাজ পরিদর্শনের পর তিনি এ কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, আমরা এখনও দল হিসেবে আলাদাভাবে তদন্ত শুরু করিনি। তবে, ব্যক্তি পর্যায়ে আমরা যে তদন্তগুলো করছি, তার প্রত্যেকটি জায়গায় আওয়ামী লীগের যুক্ত থাকার বিষয়টি পাচ্ছি।

তিনি বলেন, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের বিরুদ্ধে গণহত্য, মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ ক্রমাগত পাচ্ছি। সরকার যখনই সিদ্ধান্ত নেবে দল হিসেবে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া শুরু করতে তখনই আমরা কাজ শুরু করব।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, আমাদের তদন্ত প্যারালাললি চলছে, যদিও আমরা দল হিসেবে আলাদাভাবে বিচারের জন্য তদন্ত রিপোর্টটা করছি না। এখন শুধু ব্যক্তি পর্যায়েই আছে।

এদিকে, একই পরিদর্শনে গিয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, শেখ হাসিনাসহ জুলাই-আগস্টের গণহত্যায় জড়িতদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে যাচ্ছে সরকার।

তিনি বলেন, দেশের মর্যাদা ক্ষুণ্ন করতে আন্তর্জাতিক অপরাধ আদালতে সরকারের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ দাখিল করেছে আওয়ামী লীগ। যা সরকার আমলে নিচ্ছে না।

তিনি বলেন, এটা কোনো মামলা না, এটা আইসিসির প্রসিকিউশন অফিসকে একটা পিটিশন লিখে জানানো। এটা পৃথিবীর যেকোনো মানুষ করতে পারে। এটা ফ্যাসিস্টচক্র বিশ্ব জনমতকে, বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য নিজেদের আত্মরক্ষার জন্য মিথ্যা প্রচারণার চালানোর উপায় হিসেবে এ মামলাটা করেছে।

আরটিভি/আরএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ.লীগের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে: নুর
বিচারের পর আ.লীগকে নির্বাচন করতে দেওয়া হবে: ড. ইউনূস
এমন দেশ গড়তে চাই, যেখানে জনগণই হবে সব ক্ষমতার মালিক
নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস বোস কারাগারে